16.3 C
Toronto
শনিবার, মে ১৭, ২০২৫

সবকিছু নিয়ে মানুষের এতো অসুবিধা কেন, প্রশ্ন অভিনেত্রীর

Bhumi Pednekar : সবকিছু নিয়ে মানুষের এতো অসুবিধা কেন, প্রশ্ন অভিনেত্রীর - the Bengali Times

অনিন্দ্য অভিনয়ের মধ্য দিয়ে দর্শক হৃদয় জয় করেছেন। সিনেমাবোদ্ধাদের কাছেও কুড়িয়েছেন প্রশংসা। এরপরও সময়টা হয়ে উঠেছে অস্বস্তিকর। মুখে অস্ত্রোপচার করে একরকম বিপাকেই পড়ে গেছেন ভূমি পেডনেকর; যার জন্য প্রতিনিয়ত নেতিবাচক মন্তব্য শুনতে হচ্ছে এই বলিউড অভিনেত্রীকে।

- Advertisement -

ভারতীয় গণমাধ্যম সংবাদ প্রতিদিন জানিয়েছে, সম্প্রতি মুক্তি পেয়েছে ভূমি পেডনেকর অভিনীত ওয়েব সিরিজ ‘দ্য রয়্যালস’। এই সিরিজে অভিনয় নিয়ে যতটা না আলোচনা হচ্ছে, তার চেয়ে বেশি সমালোচনা শোনা যাচ্ছে ভূমির ঠোঁট নিয়ে।

নেটিজেনরা বলছেন, ‘এই সিরিজে ভূমির থেকেও বেশি নজর গিয়েছে তাঁর ঠোঁটের দিকে। কারণ, ভূমির ঠোঁট দেখে তাদের মনে হয়েছে, পর্দাজুড়ে বেশি অভিনয় করেছে তাঁর ঠোঁট।’ কেউ আবার এও বলেছেন, ‘অস্ত্রোপচারের কারণে অভিনেত্রীর ঠোঁট যেমন বদলে গেছে, তেমনি হারিয়েছে আগের সৌন্দর্য; যা একেবারে বেমানান লাগছে।’

এমন মন্তব্যের চাঁচাছোলা জবাব দিতে পিছিয়ে যাননি ভূমি। অভিনেত্রীর কথায়, ‘আমি বুঝতে পারি না মানুষের সবকিছু নিয়ে এত অসুবিধা কেন? এইরকম ঠোঁট পাওয়ার জন্য মানুষ লাখ লাখ টাকা খরচ করে। তাই সবাইকে বলব, নিজের মতো বাঁচো। সেটিই করো- যা ভালো লাগে। এতে কে কী বলছে, তা একেবারেই পাত্তা দিও না।’

এদিকে ‘দ্য রয়্যালস’-এ প্রথমবার জুটি বেঁধে অভিনয় করেছেন ভূমি পেডনেকর ও ঈশান খট্টর। পর্দায় তাদের রসায়ন দেখার জন্য অধীর অপেক্ষায় ছিলেন দর্শক। সে রসায়ন জমেনি। আশাহত হয়েছেন দর্শক।

- Advertisement -

Related Articles

Latest Articles