15.5 C
Toronto
শনিবার, মে ১৭, ২০২৫

বিয়ের আগে নতুন প্রেমিকের সঙ্গে লিভ-ইন করবেন সামান্থা?

বিয়ের আগে নতুন প্রেমিকের সঙ্গে লিভ-ইন করবেন সামান্থা? - the Bengali Times
ছবি সংগৃহীত

২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিবাহ বিচ্ছেদের পর সিঙ্গল থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন সামান্থা রুথ প্রভু। নাগা চৈতন্য দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে বসলেও সামান্থা কাউকে মন দিতে পারেননি এতদিন। মুখে না বললেও বিবাহ বিচ্ছেদের পর বেশ মনমরা হয়ে থাকতেন অভিনেত্রী। ভক্তরাও চাইতেন যাতে অভিনেত্রী নতুন কারও প্রেমে পড়ুক। অবশেষে দ্বিতীয়বার প্রেমে পড়লেন সামান্থা।

কিছুদিন ধরে পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে অভিনেত্রীর সম্পর্ক নিয়ে জল্পনা চলছে। তাদের দুজনকে একসঙ্গেও দেখা গিয়েছে। জানা গেছে, তারা নাকি এখনই বিয়ে করবেন না, লিভ ইন করবেন। এই সম্পর্ক নিয়ে এখনও কোন মন্তব্য করেননি সামান্থা বা রাজ, কেউই। তবে সামান্থার শেয়ার করা একটি ছবি জল্পনায় ঘৃতাহুতি দিয়েছে। এক বিমানযাত্রার সময়ে রাজের কাঁধে মাথা রেখে ছবি তোলেন সামান্থা। আর এই নিয়ে জল্পনা গুরুতর।

- Advertisement -

এছাড়া তাদের ঘনিষ্ঠ সূত্র জানায়, চর্চিত যুগল নাকি একসঙ্গে থাকার পরিকল্পনা করছেন। তার জন্য বাড়ি খোঁজাও শুরু করে দিয়েছেন তারা। তাদের একত্রবাস করার ইচ্ছে ছিল। আর ঠিক সেই দিকেই এগোচ্ছেন তারা। সামান্থার আগে শ্যামলী দে নামে এক সহ-পরিচালকের সঙ্গে ২০১৫ সালে গাঁটছড়া বেঁধেছিলেন রাজ। ২০২২ সালে বিচ্ছেদ হয় তাদের। ‘সিটাডেল হানি বানি’-তে কাজ করতে গিয়েই নাকি সামান্থার সঙ্গে ঘনিষ্ঠতা তৈরি হয় রাজের। এদিকে ২০২১ সালে নাগা চৈতন্যের সঙ্গে বিচ্ছেদ হয় সামান্থার। শোভিতা ধুলিপালার সঙ্গে নাগার ঘনিষ্ঠতাই নাকি ছিল বিচ্ছেদের কারণ। তার পরে সেই শোভিতাকেই বিয়ে করেন নাগা। অন্য দিকে বিবাহবিচ্ছেদের পরে বিষণ্ণতায় ভুগছিলেন সামান্থা। অবশেষে রাজ এলো তার জীবনে।

- Advertisement -

Related Articles

Latest Articles