17.1 C
Toronto
শনিবার, মে ১৭, ২০২৫

মমতাজের পিএস কাম বয়ফ্রেন্ড জুয়েলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি তৃতীয় স্বামীর

মমতাজের পিএস কাম বয়ফ্রেন্ড জুয়েলকে নিয়ে চাঞ্চল্যকর দাবি তৃতীয় স্বামীর - the Bengali Times
কণ্ঠশিল্পী মমতাজ

গেল বছর, ৫ আগস্টের পর থেকে টানা ৩ মাস সিংগাইরে ভাইয়ের বাড়িতেই ছিলেন নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ-সদস্য (এমপি) কণ্ঠশিল্পী মমতাজ। এই ৩ মাসে একদিনও তিনি ওই বাড়ির বাইরে বের হননি।

তার তৃতীয় স্বামী ডা. এসএম মঈন হাসান মমতাজকে নিয়ে বিস্তারিত জানিয়েছেন।

- Advertisement -

মমতাজের আত্মগোপনের বিষয়ে তার তৃতীয় স্বামী দেশের প্রথম সারির একটি গণমাধ্যমকে জানান,মমতাজ কিছুদিন সাবেক দ্বিতীয় স্বামী মানিকগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মো. রমজান আলীর মেয়ে রুনুর মোহাম্মদপুরের বাসায় আশ্রয়ে ছিলেন। এরপর তিনি নিপার ভাড়া করা বাসায় থাকতে শুরু করেন। তবে রমজানের ঘনিষ্ঠ স্বজন সানোয়ার হোসেনের সঙ্গে কথা হলে তিনি এই তথ্য মিথ্যা দাবি করেন।

ডা. মঈন হাসান আরও জানান, মমতাজের নিজের নামে মহাখালীর ডিওএইচএসে পাঁচ তলা বাড়ি এখন মমতাজের পিএস কাম বয়ফ্রেন্ড জুয়েলের দখলে। এ ব্যাপারে জুয়েলের মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।

ডা. মঈন হাসান স্বীকার করেছেন যে, মমতাজ এমপি থাকাকালীন সময় এখন থেকে ৩ বছর আগে থেকে তার সঙ্গে কোনো যোগাযোগ নেই।

- Advertisement -

Related Articles

Latest Articles