22.7 C
Toronto
শুক্রবার, মে ১৬, ২০২৫

‘মুলা না বোতল’, জবির আন্দোলনে দীপ্তি চৌধুরীর স্লোগান ভাইরাল

‘মুলা না বোতল’, জবির আন্দোলনে দীপ্তি চৌধুরীর স্লোগান ভাইরাল - the Bengali Times
শিক্ষার্থীদের আন্দোলনে যোগ দিয়ে স্লোগান দেন দীপ্তি চৌধুরী ছবি সংগৃহীত

আবাসন সংকট নিরসনসহ চার দফা দাবিতে টানা তৃতীয় দিনের মতো রাজপথে নামেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা। কর্মসূচিতে জবির নৃবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ও টিভি উপস্থাপিকা দীপ্তি চৌধুরী উপস্থিত হন। সেখানে তার দেওয়া স্লোগান সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেল থেকে রাজধানীর কাকরাইল মোড়ে গণঅনশনে হাজির হন দীপ্তি। ভাইরাল স্লোগানে দীপ্তিকে বলতে শোনা যায়, ‘মুলা না বোতল’।

- Advertisement -

তার এ স্লোগান মুহূর্তেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এ স্লোগানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। বিভিন্নজন নানা মন্তব্য করছেন ভিডিওর নিচে। অনেকে সমালোচনা করে বলছেন, ‘বেশি বাড়াবাড়ি করা ভালো না’।

এদিকে জবি শিক্ষার্থীদের উত্থাপিত চারদফা দাবি মেনে নিয়েছে সরকার। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় ইউজিসি চেয়ারম্যানের উপস্থিতিতে এ ঘোষণা দেন জবি উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম।

তিনি বলেন, আমাদের শিক্ষার্থীদের দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের পরিচাল বাজেট বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের প্রথম দাবি বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একইসঙ্গে আবাসন সংকট নিরসনে অস্থায়ী হল নির্মানের সিদ্ধান্ত হয়েছে, কাজ শুরু হবে। দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু হবে, ইতোমধ্যে শুরু হয়েছে।

ইউজিসি চেয়ারম্যান বলেন অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেন, আমরা সারাদিন এটা নিয়ে কাজ করেছি। ইউজিসি একটি পরিবার হিসেবে সবাই মিলে সমাধান করতে পারব। আমরা প্রতিশ্রুতি দিচ্ছি একসঙ্গে বসে সব সমাধান করব। আপনাদের সব দাবি বাস্তবায়নে আমরা কাজ করছি।

- Advertisement -

Related Articles

Latest Articles