22.7 C
Toronto
শুক্রবার, মে ১৬, ২০২৫

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যা করা উচিত!

ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের যা করা উচিত! - the Bengali Times
যারা এখন থেকে পড়তে আসতে চান তাদের বেশ কিছু বিষয় ফলো করতে হবে অবশ্যই তাহলে ধরেন পিআর পাওয়ার যুদ্ধের প্রস্তুতি সহজ হবে

আপনারা জানেন যে সেই ট্রুডোর আমল থেকে বিভিন্ন ধরণের ইমিগ্রেশনের নিয়মকানুনে ভালো মতো টাইট দেওয়া হয়েছে। যাতে কেউ কোনো কারসাজিতে চাম্পিয়ন হতে না পারে।

এরমধ্যে ধরেন ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের বেশ চাপ-চোপের মধ্যে রাখা হয়েছে। আগের দিনে যেমন যেকোনো একটা বিষয় নিয়ে যেকোনো একটা কলেজে কলাপাতায় জল পড়লে গড়ায় কেন এসব নিয়ে পড়ানো হতো বা পড়তে আসতেন স্টুডেন্টরা সেসব এখন বন্ধ।

- Advertisement -

যারা এখন থেকে পড়তে আসতে চান তাদের বেশ কিছু বিষয় ফলো করতে হবে অবশ্যই। তাহলে ধরেন পিআর পাওয়ার যু*দ্ধের প্রস্তুতি সহজ হবে।

আসেন দেখা যাক কী কী বিষয় গুরুত্ব দিতে হবে:

নম্বার ওয়ান:

পড়তে আসার আগে স্টুডেন্টদের একটা কানাডিয়ান স্টাডি পারমিট দরকার। সেইজন্য need a letter of acceptance (LOA)।

এখন আসেন টু দ্যা পয়েন্টে। এই LOS আপনি কোনো কলার পাতায় পানি পড়লে দ্রুত গড়ায় কেন শেখানোর কলেজ থেকে নিলে হবে না।

তাহলে কই থেকে নিতে হবে ও ক্যামনে জানবেন:

পড়ার প্রতিষ্ঠানকে বলে designated learning institute বা DLI।

এই DLI এর লিস্ট থাকতে হবে Immigration, Refugees and Citizenship Canada (IRCC) লিস্টে। এই লিস্টের DLI কে শুধুমাত্র কানাডার সরকার গ্রহণ করবেন। যদি DLI ঐ লিস্টের মধ্যে না থাকে তাহলে তো হলোই, আপনি তো শুরুতেই বোল্ড আউট হয়ে গেলেন। Your study permit application will be refused.মানে আপনাকে পড়তে আসার পারমশনই দেবেন না সরকার।

কীভাবে পাবেন সেই লিস্ট তাই তো?

1.Go to the IRCC DLI List page

সেখানে গিয়ে  “Designated learning institutions list” ক্লিক করুন। এটা সবসময় আপডেট থাকে।

  1. Select your province or territory

আপনি কোন প্রভিন্সে পড়তে আসতে চান সেখানে গিয়ে ক্লিক করুন। প্রভিন্সের লিস্ট দেওয়া আছে।

  1. Use the search box

আপনি যখন আপনার পছন্দের প্রভিন্স সিলেক্ট করবেন তখন আপনার চোখের সামনে ভেসে আসবে সরকারের নির্ধারিত DLI এর লিস্ট।

যে DLI আপনি সিলেক্ট করবেন সেখানে সার্চ বক্সে সার্চ করলে আপনি পেয়ে যাবেন সেই DLI এর যাবতীয় তথ্য। প্লিজ পয়েন্ট দ্যা নোট, DLI number টা গুরুত্বপূর্ণ যা আপনা DLI এর তথ্যের মধ্যে পাবেন।

  1. Locate the DLI number and PGWP eligibility

এইবার আপনাকে একটা বিষয় চেক করতে হবে। কী সেটা?

নম্বার ওয়ান: PGWP‑eligible programs: আপনি যে DLI এর পড়ার জন্য আবেদন করবেন সেই DLI যে প্রোগ্রাম অফার করবে সেটা পোস্ট গ্রাজুয়েট ওয়ার্ক পারমিট PGWP এর জন্য কোয়ালিফাইড কিনা।

The DLI number: এই যে একটা নম্বার আপনি পাবেন সেটা দিয়ে আপনি কী করবেন? আপনি যে স্টাডি পারমিটের জন্য আবেদন পত্র সাবমিট করবেন সেখানে Details of intended study in Canada”  এই সেকশনে দিয়ে দেবেন নম্বারটা। ব্যাস। ঐ নম্বার দেখে ভিসা অফিসার সবকিছু  বুঝে নেবেনেন।

এখন আসেন আরেকটা গুরুত্বপূর্ণ পয়েন্টে:

আপনি যে বিষয় পড়তে চাচ্ছেন সেটা পড়লে আপনি PGWP পাবেন কিনা কীভাবে বুঝবে?

সেইজন্য সরকার একটা লিস্ট দিয়ে দিয়েছেন কষ্ট করে, যাতে আপনার কষ্ট কম হয়। ঐ লিস্টে আপনি সার্চ করবেন বা ঐ লিস্ট থেকে যদি আপনি একটা বিষয় নিয়ে পড়েন তাহলে ধরেন যে আপনার PGWP কনফার্ম। PGWP না হলে তো ধরেন আপনি পিআর এর জন্য আবেদন করে সুবিধা করতে পারবেন না।

এই লিস্ট আপনি কই পাবেন?

IRCC ওয়েবসাইটে ‘field-of-study and language proficiency requirements’ এর লিস্ট দেওয়া আছে। তবে এটা ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য দরকার নেই।

আরেকটা নোট। আপনি  ‘in-demand professions’ সিলেক্ট করলে PGWP ও পরে পিআর এর জন্য সুবিধা হবে।

সুতরাং কানাডায় পড়তে আসার আগে এইগুলো ভালোভাবে চেক করে আসলে তেমন কোনো অসুবিধা হবে না ইনশাআল্লাহ।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles