15 C
Toronto
শুক্রবার, মে ১৬, ২০২৫

হাসিনার বিচার শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে আল্লাহর কাছে গিয়ে : জামায়াত নেতার মেয়ে সামানিয়া

হাসিনার বিচার শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে আল্লাহর কাছে গিয়ে : জামায়াত নেতার মেয়ে সামানিয়া - the Bengali Times
ছবি সংগৃহীত

সম্প্রতি একটি সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এক নেতার মেয়ে সামানিয়া বলেছেন, ‘হাসিনার বিচার আসলে কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। তার বিচার শুরু হবে দুনিয়া থেকে, শেষ হবে আল্লাহর কাছে গিয়ে।’

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার ও আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ প্রসঙ্গে সামানিয়া বলেন, ‘একটা মানুষের এত বিচার কীভাবে করা যায়? ধরেন, আপনি একজনের জন্য তারে একবার ফাঁসি দিলেন। আরও এতো মানুষের জন্য তো তারে আরো এতোবার ফাঁসি দেওয়া লাগবে। এইটা কীভাবে সম্ভব?’

- Advertisement -

তিনি আরও বলেন, ‘দুইটা বারি দিলেই তো মরে যাবে। তাইলে এতোবারই আপনি কেমন দিবেন? তো এর জন্য হাসিনার বিচার আসলে কোনো মানুষের পক্ষে করা সম্ভব না। হাসিনার বিচার শুরু হবে দুনিয়া থেকে শেষ হবে আল্লাহর কাছে গিয়ে। আল্লাহ কি তাকে ক্ষমা করবেন, না আল্লাহ তাকে বিচার করবেন? এটা আল্লাহর ব্যাপার।’

‘জামায়াত ইসলামী কীভাবে ক্ষমতায় যেতে পারে’ এমন প্রশ্নে সামানিয়া বলেন, ‘জামায়াত ইসলামীর ক্ষমতায় যাওয়া খুব সহজ হয়ে গেছে। এখন মানুষ বুঝছে আসলে বিশ্বাস, ধর্ম এটা কত গুরুত্বপূর্ণ জিনিস। এটা এখন মানুষ বুঝে, মানুষ জানে। আর আওয়ামী লীগ তো একেবারে প্রমাণ দিছে যে ওরা কোনো দল না, ওরা হচ্ছে একটা টেরোরিস্ট অর্গানাইজেশন।’

 

 

- Advertisement -

Related Articles

Latest Articles