
বাংলাদেশি বংশোদ্ভূত মারিয়া মিম স্পেনের নাগরিক। মারিয়া মিমকে ভালোবেসে বিয়ে করেন অভিনেতা সিদ্দিকুর রহমান। ২০১২ সালে তাদের বিয়ে হয়। এর সাত বছর পর তাদের বিবাহ বিচ্ছেদ হয়। তাদের দুজনের একটি পুত্র সন্তান রয়েছে।
ভালোই চলছিলো তাদের সাংসারিক জীবন। তবে ২০১৮ সালে মিম মডেলিং ও অভিনয়ে ক্যারিয়ার গড়তে চাইলে সিদ্দিক তাতে রাজি হন না। এ নিয়ে সৃষ্ট হয় জটিলতা। অবশেষে ২০১৯ সালের শেষের দিকে বিচ্ছেদ হয়ে যায় দুজনের।
এবার গণমাধ্যমে বক্তব্য দিয়ে নতুন করে নেটিজেনদের আলোচনায় মারিয়া মিম।
সম্প্রতি সেলিব্রেটি লীগে এক ম্যাচ চলাকালীন গণমাধ্যমকে মারিয়া মীম বলেন, মেসির সাথে আমার শেষ বছরে দেখা হয়েছে। আমরা একসাথে পার্টি করেছি, ওখানে ওশায়া নামে একটা পার্টি ক্লাব আছে।
ওখানে হলিউড বলিউডের সবাই যায়। অনেক ফুটবলার আসছে কিন্তু ছবি তোলা যায় নি। ওটা যে মেসি কেউ খেয়ালই করে নি। সবাই ইনজয় করছে।