6.2 C
Toronto
সোমবার, মে ১২, ২০২৫

জীবন-বিচ্ছেদের অভিযোগ শোনালেন সানিয়া

জীবন-বিচ্ছেদের অভিযোগ শোনালেন সানিয়া - the Bengali Times
ছবি সংগৃহীত

সময়ের হিসেবে বছর পার হয়েছে বিচ্ছেদের। মাঝের সময়ে সানিয়া মির্জাকে নিয়ে গুঞ্জন উঠেছে—ভারতীয় কিংবদন্তি টেনিস তারকা নাকি চুটিয়ে প্রেম করছেন। অন্যদিকে সাবেক স্বামী পাকিস্তানের ক্রিকেটার শোয়েব মালিক নতুন সম্পর্কও বেধে ফেলেছেন। সম্প্রতি সেই সব দিনের গল্প খোলাখুলিভাবে করেছেন সানিয়া।

মাসুম মিনাওয়ালা নামের চ্যানেলের পডকাস্টে ভারতের টেনিস তারকা শুনিয়েছেন সম্পর্কের ও মাতৃত্বের গল্প। অভিযোগ করেছেন মেয়ে হিসেবে জন্ম নেওয়া জীবন নিয়ে। তুলে ধরেছেন সমাজ ব্যবস্থার চিত্রও।

- Advertisement -

সানিয়া-শোয়েব জুটি ছিল সবচেয়ে আলোচিত। বর্ডার ক্রসের সম্পর্কে অনেকে পূর্ণতাও দেখেছিলেন। কিন্তু ২০১০ সালের সেই বিয়ে টিকে ১৪ বছর। ২০২৪ সালে সানিয়া জানিয়ে দেন শোয়েবের সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে। এর বেশকিছুদিন পর পডকাস্টে বলেছেন সেসব দিনের কথা।

সানিয়া বলেছেন, ‘আমি সব সময় বলে আসছি, এই পৃথিবীটা কখনও সমতায় চলে না। সন্তান জন্মদানে পুরুষ ও নারী উভয়ের ভূমিকা থাকলেও পরে আর থাকে না। পুরুষ কাজে চলে যায়, ঘুরতে যায়, যা খুশি তাই করতে পারে। নারীও পারে। তবে তাকে বেশিরভাগ সময় সন্তানের দায়িত্ব তার নিতে হয়।’

পডকাস্টে সানিয়া এরপর অভিযোগ তুলে বলেন, ‘সমতার যদি শতাংশ ধরা হয় তবে এখনও তা সম্ভবত ৭৫/২৫ হবে। নারী-পুরুষ ৫০-৫০ নয়। এটা বহুদিন যাবৎ চলে আসছে। নারীকে ঘর ও পরিবার দুটোই সমানভাবে সামলাতে হয়।’

আরেকটি সাক্ষাৎকারে সানিয়া শুনিয়েছেন খেলা ছাড়ার কারণ, ‘আমি সরে এসেছি একটা বড় কারণে, সেটা হলো আমার ছেলের সঙ্গে সময় কাটানো। এখন সে এমন এক বয়সে আছে, যেখানে তার মানসিক স্থিতির জন্য একজন অভিভাবকের উপস্থিতি খুব দরকার। বিশেষ করে স্কুল ও রুটিনে বাধা জীবনের জন্য এটা জরুরি। আমি চাইনি এমন একটা সময় চলে যাক, যেটার জন্য পরে আফসোস করব। আমি অনেক বছর ধরে নিজের স্বপ্ন পূরণের জন্য খেলেছি। মা হওয়াটাও ছিল আমার আরেকটা স্বপ্ন।’

- Advertisement -

Related Articles

Latest Articles