11.1 C
Toronto
রবিবার, মে ১১, ২০২৫

ডিবি হারুনের যে মেয়ে লাগতো, ব্যবস্থা করে দিতো লায়লা : টিকটকার প্রিন্স মামুন

ডিবি হারুনের যে মেয়ে লাগতো, ব্যবস্থা করে দিতো লায়লা : টিকটকার প্রিন্স মামুন - the Bengali Times
ছবি সংগৃহীত

এক বিস্ফোরক সাক্ষাৎকারে টিকটকার মামুন প্রকাশ করেছেন ডিবি কর্মকর্তা হারুণের বিরুদ্ধে ভয়াবহ দুর্নীতি ও প্রতারণার অভিযোগ। সেখানে তিনি জানান, ডিবি হারুণ তার প্রভাব খাটিয়ে যাদের পছন্দ করতেন, তাদের ব্যবস্থা করে দিতেন লায়লা। মামুনের ভাষ্য মতে, “লায়লা ছিল তার বিশ্বাসভাজন, কিন্তু সে-ই আমাকে প্রতারণার ফাঁদে ফেলেছে।”

মামুন অভিযোগ করে বলেন, “ডিবি হারুণ আমাকে ডেকে নিয়ে বলেছিল, ‘তুমি ডিবি অফিসে আসো, তোমার সাথে গুরুত্বপূর্ণ কথা আছে।’ এরপর বুঝতে পারি, আমি একটা পরিকল্পিত ফাঁদে পড়েছি।” তিনি আরও জানান, গুলশানের একটি বাড়িতে লায়লা ও হারুণ একাধিকবার দেখা করতেন এবং সেখানে মদপানের ঘটনাও ঘটেছে।

- Advertisement -

মামুন বলেন, “ডিবি হারুণের যে মেয়েটি ভালো লাগত, লায়লা সেটা ম্যানেজ করে দিত। এসবই ছিল প্রভাব-প্রতিপত্তি এবং ব্যক্তিস্বার্থে গড়া একটি চক্রের অংশ।”

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “আমি এখন ভয় পাচ্ছি। বুঝতে পারছি না, কীভাবে এই ফাঁদ থেকে বের হবো। আপনারা সবাই দয়া করে আমাকে সাহায্য করুন।”

- Advertisement -

Related Articles

Latest Articles