অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মহল থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা আসা মাত্র উল্লাস শুরু করেন আন্দোলনকারীরা। শনিবার (১০ মে) রাজধানীর ইন্টারকন্টিনেন্টালের সামনে রাত ১১টার দিকে এ উল্লাস শুরু হয়।
সরেজমিনে দেখা যায়, আওয়ামী লীগের নিষিদ্ধের ঘোষণা শোনা মাত্র আন্দোলনকারীরা আনন্দ-উল্লাস শুরু করে। তারা নিষিদ্ধ নিষিদ্ধ বলে উল্লাস করতে থাকে।
এ সময় অনেক আন্দোলনকারীকে ঈদ মোবারক বলতে শোনা যায়।
এর আগে রাত পৌনে ৯টার দিকে শাহবাগ থেকে ছোট ছোট মিছিল নিয়ে আন্দোলনকারীরা ইন্টারকন্টিনেন্টালের সামনে আসতে শুরু করে। রাত ১০টার দিকে শাহবাগ থেকে বাংলামোটর পর্যন্ত অবস্থান নেয় আন্দোলনকারীরা।
জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেন, ‘আমরা দীর্ঘক্ষণ আমাদের আন্দোলন কন্টিনিউ করছি।
আমরা কী আর কিছুক্ষণ অপেক্ষা করে থাকতে পারব না? যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের অফিশিয়াল বক্তব্য ব্যক্ত না করছি, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের সকল জনতাকে রাজপথে থাকার আহ্বান জানাচ্ছি। বন্ধুগণ আমরা হাসনাত আব্দুল্লাহসহ আমরা আলোচনা করব, আমরা কথা বলব, আমরা পর্যালোচনা করব। অফিশিয়ালি আপনাদের কিছু জানানোর আগ পর্যন্ত কেউ রাজপথ ছেড়ে যাবেন না।’