
গ্রেটার টরন্টো অ্যান্ড হ্যামিল্টন এরিয়ায় (জিটিএইচএ) নতুন কন্ডোমিনিয়ামের বিক্রি চলতি বছরের প্রথম প্রান্তিকে আগের বছরের একই সময়ের চেয়ে ৬০ শতাংশের বেশি হ্রাস পেয়েছে, যা প্রান্তিক হিসাবে ১৯৯৫ সালের পর সর্বনিম্ন। আরবানেশন এ মাসের গোড়ার দিকে তাদের ২০২৫ সালের প্রথম প্রান্তিকের কন্ডোমিনিয়াম মার্কেট সার্ভের ফলাফল প্রকাশ করেছে। তাতে দেখা গেছে, জিটিএইচএতে নতুন কন্ডো বিক্রি ১০ বছরের গড়ের চেয়ে ৮৮ শতাংশ কম হয়েছে।
চলতি বছরের প্রথম প্রান্তিকে মাত্র ২১৫টি নতুন কন্ডো বিক্রি হয়েছে, যা প্রথম প্রান্তিকের হিসাবে ১৯৯০ সালের পর সর্বনিম্ন। আরবানেশনের প্রেসিডেন্ট শন হিল্ডারব্র্যান্ড প্রতিবেদনে বলেছেন, নতুন কন্ডো বাজার এ যাবৎকালের সবচেয়ে চ্যালেঞ্জিং সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য বিরোধের ফলে সৃষ্ট অনিশ্চয়তা এতে আরও বেশি প্রভাব ফেলেছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিক্রিতে এই ভাটা শত শত নতুন কন্ডো নির্মাণের পরিকল্পনা স্থগিত রাখতে বাধ্য করছে। মোট ২৮টি প্রিসেল প্রজেক্ট ২০২৪ সাল থেকে হয় স্থগিত রাখা হয়েছে অথবা বাতিল করতে হয়েছে অথবা পারপাস-বিল্ট রেন্টালে রূপান্তরিত করা হয়েছে। আরবানেশনের উপাত্ত এমনটাই বলছে।
প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের প্রথম প্রান্তিকে অবিক্রিত নতুন কন্ডোমিনিয়ামের মজুদ দাঁড়িয়েছে ২৩ হাজার ৯১৮টি ইউনিটে, যা আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ৬ শতাংশ বেশি এবং ৭৮ মাসের সরবরাহের সমান। অবিক্রিত এসব মজুদের মধ্যে ১১ হাজার নির্মাণ-পূর্ব প্রকল্প এবং ১১ হাজারের নির্মাণকাজ চলছে।
হিল্ডারব্র্যান্ড বলেন, টরন্টো অঞ্চলে মোট আবাসনে অর্ধেকের বেশি কন্ডো। অর্থাৎ, কন্ডোর ওপর ব্যাপকভাবে নির্ভরশীল টরন্টোবাসী। তাই বিক্রিতে এই মাত্রায় ধীরগতি সরবরাহে বড় ধরনের প্রতিক্রিয়া সৃষ্টি করবে।