
টরন্টোর অন্যতম বৃহৎ উৎসব সিটি কর্তৃপক্ষের কাছ থেকে জীবনরেখা পেল। তহবিল কমানোর ফলে ২০২৫ সালে উৎসবের আকার ছোট করার ব্যাপারে এ বছরের গোড়ার দিকে ঘোষণা দেওয়ার পর এই সিদ্ধান্ত নিল সিটি। গুরুত্বপূর্ণ কিছু তহবিলদাতার পাশাপাশি ব্যয় বৃদ্ধির ফলে চারদিনের এই উৎসব নিয়ে এই ঘোষণা দেওয়া হয়েছিল।
এর পরিপ্রেক্ষিতে টরন্টোর মেয়র অলিভিয়া এক ঘোষণায় বলেছেন, সিটি কর্তৃপক্ষ এ বছরের প্রাইড টরন্টো উৎসবে সাড়ে তিন লাখ ডলার জোগান দিচ্ছে। ২৬ থেকে ৩০ জুন এই উৎসব চলবে। পাশাপাশি সিটি কাউন্সিলের অনুমোদন সাপেক্ষে আগামী দুই বছরের জন্যও তহবিল জোগান দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি।
৫১৯ কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে চাউ বলেন, আমি ঘোষণা দিচ্ছি যে, ২০২৭ সাল পর্যন্ত প্রাইড টরনেটার জন্য সিটি অব টরন্টো তহবিল ৬২ শতাংশ বৃদ্ধি করবে। এ বছর বাড়ছে ২৬ শতাংশ। কেন এই একাধিক বছরের তহবিল? এটা আস্থা প্রদর্শন এবং প্রাইড টরন্টোকে বলার সুযোগ করে দেওয়া যে, আপনারা কোথাও যাচ্ছেন না। আমরা আপনাদের বিশ্বাস করি। সেখান থেকে বেরিয়ে আসুন এবং যে সহযোগিতা প্রয়োজন তা নিন।
উৎসবের আয়োজকরা বলছেন, তারা যে তিন লাখ ডলারের ঘাটতিতে রয়েছেন এই তহবিল তা পূরণ করবে। এই তহবিল ঘাটতির কারণে তাদেরকে ডান্ডাস এবং চার্চ স্ট্রিটের মঞ্চ বাতিল করতে হয়েছিল। সেই সঙ্গে টরন্টো আইল্যান্ডের দুই দিনের মিনি উৎসব স্থগিত করতে হয়েছিল এবং আন্তর্জাতিক শিল্পীদের পরিবর্তে বেশি সখ্যায় স্থানীয় শিল্পীদের বুকিং দিতে হয়েছিল।
প্রাইড টরন্টোর নির্বাহী পরিচালক কোজো মডেস্টে এর আগে বলেছিলেন, তিনটি বড় তহবিলদাতা তাদের অগ্রাধিকারে পরিবর্তন আসার কথা জানিয়েছিলেন অথবা আর্থিকভাবে এটা ভালো বছর নয় বলে তাদের মতামত তুলে ধরেছিলেন। এবং তারা তাদের অংশীদারিত্ব পুনর্মূল্যায়নের কথা ব্যক্ত করেছিলেন।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডাইভারসিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন (ডিইআই) প্রোগ্রামের প্রসঙ্গ উল্লেখ করে এ বছরের গোড়ার দিকে তিনি বলেছিলেন, আমি দৃঢ়বাবে বিশ্বাস করি যে, কিছু মাত্রায় হলেও একটা ভয় কাজ করছে, যা এই লোকদের মধ্যে ঢুকে পড়েছে। যুক্তরাষ্ট্রে যে মনোভাবটা তৈরি হয়েছে তা হলো হয় তুমি আমাদের সঙ্গে আছ না হয় আমাদের বিপক্ষে আছ।