
বাংলাদেশ আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দেয়ার লক্ষ্যে চলতি মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাইকমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে অন্তত ২৩টি গোপন বৈঠক করেছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
বৃহস্পতিবার (৮ মে) দুপুরে তিনি ফেসবুক পোস্টে এ দাবি করেন।
তিনি অভিযোগ করেন, বিচারপ্রক্রিয়ার নামে পরিকল্পিতভাবে কালক্ষেপণ করে শেষ পর্যন্ত বলা হবে, এক সময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ নয়।
দুইশ আ.লীগ কর্মীকে দলে নিল জামায়াত
তার স্ট্যাটাসে আরও উল্লেখ করা হয়, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই।
এর আগে একই দিন সকালে আরেক পোস্টে ইন্টেরিম সরকারের কাছে তিনি জানতে চান এখন পর্যন্ত কী কী বিচার ও সংস্কার করেছেন?।
ফেসবুক পোস্টে তিনি লেখেন, খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেয়া হয়, পুলিশ আসামি ধরলেও আদালত থেকে জামিন দেয়া হয়। শিরীন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেয়া হয়।
দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও শুরু হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন?