9.8 C
Toronto
বৃহস্পতিবার, মে ৮, ২০২৫

প্রবাসীর স্ত্রীর ঘরে হাতেনাতে ধরা খেলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি

প্রবাসীর স্ত্রীর ঘরে হাতেনাতে ধরা খেলেন ইউনিয়ন যুবলীগ সভাপতি - the Bengali Times
সাহেদ মিয়া

এবার অসৎ উদ্দেশ্যে প্রবাসীর স্ত্রীর ঘরে প্রবেশ করে প্রতিবেশীদের কাছে হাতেনাতে ধরা খেলেন সাহেদ মিয়া নামে এক ইউনিয়ন যুবলীগ নেতা। খবর পেয়ে পুলিশে এসে তাকে নিয়ে যায়।

বুধবার দিবাগত রাতে সদর উপজেলার চৌদ্দশত পূর্বপাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রীর ঘর থেকে তাকে আটক করা হয়।

- Advertisement -

সাহেদ মিয়া কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়নের জিনারাই গ্রামের আবদুল করিমের ছেলে। তিনি ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং ইউনিয়ন পরিষদের ৩নং ওয়ার্ডের সাবেক সদস্য।

জানা গেছে, বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত পূর্ব পাড়া এলাকার এক প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন মো. সাহেদ মিয়া। এ সময় পাড়া-পড়শিরা টের পেয়ে সংঘবদ্ধ হয়ে তাকে আটক করে। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়।

চৌদ্দশত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতাহার আলী জানান, চৌদ্দশত ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাহেদ মিয়ার বাড়ি জিনারাই গ্রামে। তিনি অনৈতিক কাজ করার জন্য বুধবার গভীর রাতে চৌদ্দশত পূর্ব পাড়া গ্রামে এক প্রবাসীর স্ত্রী ঘরে প্রবেশ করেন। এ ঘটনা টের পেয়ে এলাকাবাসী তাকে ধরে পুলিশে সোপর্দ করে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি আব্দুল্লাহ আল মামুন চৌদ্দশত ইউনিয়ন যুবলীগ সভাপতি মো. সাহেদ মিয়াকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাকে ছাত্র-জনতার জুলাই আন্দোলনে সহিংসতা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে তাকে।

- Advertisement -

Related Articles

Latest Articles