17.5 C
Toronto
মঙ্গলবার, মে ৬, ২০২৫

বিয়ের কাগজ দেখাতে পারলে মিথিলাকে স্ত্রী হিসেবে মেনে নেব: হিরো আলম

বিয়ের কাগজ দেখাতে পারলে মিথিলাকে স্ত্রী হিসেবে মেনে নেব: হিরো আলম - the Bengali Times

নানান অভিযোগে মামলা দায়েরের প্রেক্ষাপটে আলোচিত ইউটিউবার ও স্বঘোষিত অভিনেতা হিরো আলম বলেছেন, অভিযোগকারী নারী মিথিলা যদি বিয়ের কাবিননামা দেখাতে পারেন, তাহলে তিনি তাকে স্ত্রী হিসেবে মেনে নেবেন। মঙ্গলবার (৬ মে) বিকেলে বগুড়ার এরুলিয়ায় নিজ বাসভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

- Advertisement -

সংবাদ সম্মেলনে হিরো আলম বলেন, “যদি বিয়ে হয়ে থাকে, তাহলে সে বিয়ের কাগজপত্র দেখাক। বিয়ের প্রমাণ দেখাতে পারলে আমি তাকে বউ হিসেবে গ্রহণ করব। আর যদি প্রমাণ না থাকে, তাহলে এই মিথ্যা মামলার জন্য তাকে শাস্তির মুখোমুখি হতে হবে।”

তিনি আরও জানান, মিথিলা নামে এক নারী সম্প্রতি বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে মারধর ও গর্ভপাত ঘটানোর অভিযোগে মামলা করেছেন। এ ঘটনাকে সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে দাবি করেন হিরো আলম।

তার অভিযোগ, এই মামলার নেপথ্যে রয়েছেন তার সাবেক স্ত্রী রিয়া মনি। তিনি বলেন, “রিয়া মনি এবং মিথিলা মিলে আমাকে হেয় প্রতিপন্ন করার ষড়যন্ত্র করছে। রিয়া মনি হুমকি দিয়ে বলেছে আমাকে ‘চৌদ্দ শিকে’ পাঠাবে। কিন্তু তার কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই।”

হিরো আলম বলেন, “মিথিলা আমাদের বাসায় দুই মাস ভাড়া থাকতেন। সে আমার বাবার সেবাও করেছে। সে আগে সাংবাদিকদের জানিয়েছিল, আমার সঙ্গে তার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। এখন হঠাৎ করে সে দাবি করছে, আমি তাকে বিয়ে করেছি। অথচ বিয়ের কোনো কাগজপত্র বা সাক্ষ্যপ্রমাণ দেখাতে পারেনি।”

তিনি জানান, মামলায় উল্লেখ রয়েছে মিথিলা গর্ভবতী ছিলেন এবং গর্ভপাত ঘটানো হয়েছে। এ প্রসঙ্গে হিরো আলম বলেন, “সে দাবি করেছে সে দেড় মাসের অন্তঃসত্ত্বা ছিল। কিন্তু সে নিজেই বলেছে আমি জানতাম না। তাহলে প্রশ্ন হলো—আমি জানতাম না, অথচ আমার বিরুদ্ধে এমন অভিযোগ কেন?”

তিনি বলেন, “আমি আইনের প্রতি সম্পূর্ণ আস্থাশীল। প্রমাণ পেলে আমি আইনানুগ শাস্তি মাথা পেতে নেব। আর যদি প্রমাণ না থাকে, তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করব।”

এ সময় তিনি আরও বলেন, “ধর্ষণ মামলা এত সহজ নয়। এখনকার আইনে ছেলে-মেয়ে উভয়ের দিকেই দায়িত্ব বর্তায়।”

সংবাদ সম্মেলনের শেষদিকে হিরো আলম বলেন, “আমি স্বতন্ত্র ছিলাম, এখনও স্বতন্ত্র। কোনো রাজনৈতিক দলের সঙ্গে আমি যুক্ত নই। দেশের যে কোনো বিষয়ে মত দেওয়ার অধিকার আমার আছে।”

সূত্র : বিডি২৪লাইভ

- Advertisement -

Related Articles

Latest Articles