
অশ্লীল কার্যকলাপের জন্য সরকারি অফিসের অপব্যবহার! অভিযোগ উঠল অন্ধ্রপ্রদেশ পর্যটন উন্নয়ন কর্পোরেশন (এপিটিডিসি) অফিসের এক ঊর্ধ্বতন কর্তার বিরুদ্ধে। এপিটিডিসি-র বিজয়ওয়াড়া অফিসের ওই কর্তার বিরুদ্ধে অভিযোগ, অফিস বন্ধ হয়ে যাওয়ার পর রাতের অন্ধকারে একাধিক তরুণীকে নিয়ে ওই অফিসে প্রবেশ করতেন তিনি। সেই ঘটনা সিসি ক্যামেরায় ধরা পড়ার পরেই তদন্তের আওতায় পড়েছেন ওই কর্তা।
সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এপিটিডিসি-র বিজয়ওয়াড়া অফিসের নিরাপত্তাকর্মীরা প্রায়ই ওই ব্যক্তিকে অফিসে বন্ধের পর একাধিক মহিলার সঙ্গে প্রবেশ করতে দেখতেন। অফিসে ঢুকে দরজা বন্ধ করে দিতেন তিনি। বার কয়েক ঘটনার পুনরাবৃত্তির পর ওই নিরাপত্তাকর্মীরা কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবগত করেন। এর পরেই সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখেন তাঁরা। তখনই ওই কর্মকর্তার কুকীর্তি প্রকাশ্যে আসে বলে খবর। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সিসি ক্যামেরার ভিডিয়োয় দেখা গিয়েছে, অফিস থেকে বেরোনোর কিছু ক্ষণ পরে বাকি থাকা কাজ শেষ করার অজুহাতে আবার বাইকে চড়ে অফিসে আসতেন ওই কর্তা। সঙ্গে নিয়ে আসতেন আলাদা আলাদা মহিলাদের। এর পর ওই কর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে পর্যটন বিভাগ।
তদন্তে উঠে এসেছে যে, ওই কর্তার বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। অতীতেও নাকি একই ধরনের কার্যকলাপের সঙ্গে জড়িত ছিলেন। প্রায়শই মহিলাদের অফিসে নিয়ে আসতেন তিনি। দরজা বন্ধ করে রাখতেন ঘণ্টার পর ঘণ্টা। পর্যটন বিভাগের ঊর্ধ্বতন কর্তারা বিষয়টি নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন। অভিযোগ প্রমাণিত হলে কর্তৃপক্ষের তরফে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।