19 C
Toronto
মঙ্গলবার, মে ৬, ২০২৫

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন সারজিস

খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন সারজিস - the Bengali Times
সারজিস আলম

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দেশে প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম।

এ উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটানে তিনি শুধু শুভেচ্ছাই জানাননি, বরং খালেদা জিয়ার নেতৃত্বে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আশা প্রকাশ করেছেন।

- Advertisement -

সার্জিস আলম বলেন, ‘বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বাংলাদেশে স্বাগতম। আমরা বিশ্বাস করতে চাই, জুলাই অভ্যুত্থানে বাংলাদেশের আপামর ছাত্র জনতা যে আকাঙ্ক্ষাগুলোকে বুকে ধারণ করে অকাতরে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে; সেই আকাঙ্ক্ষাগুলোকে সামনে রেখে তিনি এবং তার দল বিএনপি আপোসহীনভাবে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায় দেশের স্বার্থকে সর্বাগ্রে প্রাধান্য দিয়ে কাজ করে যাবেন। তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।’

উল্লেখ্য, চার মাসের চিকিৎসা শেষে আজ মঙ্গলবার সকালে ঢাকায় ফেরেন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের উপহার হিসেবে প্রাপ্ত বিশেষ রয়েল এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন।

- Advertisement -

Related Articles

Latest Articles