
কাশ্মীরের পাহেলগামে পর্যটক হত্যার ঘটনার পর যখন পরিস্থিতি উত্তপ্ত হতে শুরু করে তখন ভারতীয় জাতীয় দলের কোচ গৌতম গম্ভীরকে ই-মেইলের মাধ্যমে হত্যার হুমকি পাঠানো হয়েছিলো। এবার একই ধরনের হত্যার হুমকি পেলেন ভারতীয় দলের পেসার মোহাম্মদ শামি। যিনি আইপিএলে সানরাইজার্স হায়দরাবাদের হয়ে খেলছেন।
মোহাম্মদ শামিকে শুধু হত্যার হুমকিই পাঠানো হয়নি, ১ কোটি রুপিও দাবি করা হয়েছে তার কাছে পাঠানো ই-মেইলে। এ ঘটনায় উত্তর প্রদেশের আমরোহা জেলায় সাইবার ক্রাইম পুলিশ স্টেশনে মোহাম্মদ শামির ভাই হাসিব এফআইআর দায়ের করেছেন। সেখানে তিনি অভিযুক্ত হিসেবে রাজপুত সিন্দর নামে একজনকে উল্লেখ করেন। ই-মেইলে দেয়া তথ্য থেকেই এই নামটি এফআইআরে যুক্ত করা হয়। কারণ রাজপুত সিন্দর নামে কোনো এক ব্যক্তি মেইলটি পাঠিয়েছেন।
আজ (সোমবার) এই এফআইআর দায়ের করা হয়। এরপরই সুপারিন্টেন্ডেন্ট অব পুলিশ এই এফআইআরকে ইন্ডিয়ান পেনাল কোড-২০২৩ এর ৩০৮(৪) ধারা, ২০০৮ এর ইনফরমেশন টেকনোলজি এক্টের ৬৬ ডি ও ৬৬ই ধারায় মামলা হিসেবে গ্রহণ করতে আদেশ দেন।
এবারের আইপিএলে মোহাম্মদ শামি পুরোপুরি নিষ্প্রভ। খুবই বাজে পারফরম্যান্স করছিলেন। ৯ ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে নিলেন মাত্র ৬ উইকেট। যদিও এর আগে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন। দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছিলেন তখন। নিয়েছিলেন ৯ উইকেট। এর মধ্যে দুবাইতে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন ৫ উইকেট।