
বাংলাদেশের পটপরিবর্তনের পর ভারতে আশ্রয় নিয়েছেন অনেক অভিনয়শিল্পী। এবার সেসব অভিনয়শিল্পীকে ঘাড়ধাক্কা দিয়ে ভারত থেকে বের করে দেওয়ার কথা বললেন কলকাতাভিত্তিক টিভি চ্যানেল রিপাবলিক বাংলা চ্যানেলের উপস্থাপিকা স্বর্ণালী সরকার। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে এ সাংবাদিককে এ ধরনের কথা বলতে শোনা যায়।
উপস্থাপিকা স্বর্ণালী সরকার সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে বাংলাদেশি অভিনয়শিল্পীদের নিয়ে উসকানিমূলক মন্তব্য করে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছেন। ভিডিওতে তাকে উত্তেজিত ভঙ্গিতে বলতে শোনা যায়, “প্রতিবেশী দেশ থেকে যারা ভারতে এসে বসবাস করছেন, কাজ করছেন, খ্যাতি অর্জন করছেন—তাদের অনেকেই বাংলাদেশের সাম্প্রতিক ঘটনাবলির পরও চুপ করে রয়েছেন। আমাদের দেশের ট্যাক্সের টাকায় উপকৃত হয়ে তারা নিজেদের অবস্থান ধরে রাখতে ব্যস্ত, অথচ তাদের নিজ দেশের অসঙ্গতি নিয়ে কোনো প্রতিবাদ করছেন না।”
তিনি আরও দাবি করেন, “বাংলাদেশি অভিনয়শিল্পীদের উপস্থিতির কারণে পশ্চিমবঙ্গের স্থানীয় শিল্পীরা কাজ হারাচ্ছেন। বহরমপুর, মালদা, দুর্গাপুর, মুর্শিদাবাদের অনেক প্রতিভাবান শিল্পী সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন।”
বক্তব্যের একপর্যায়ে স্বর্ণালী সরকার সরাসরি দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রীদের নাম উল্লেখ করেন। জয়া আহসান এবং মিথিলার প্রসঙ্গ টেনে তিনি প্রশ্ন তোলেন, “তারা কেন নীরব? তারা কি বাংলাদেশের বিতর্কিত কর্মকাণ্ডকে নীরবে সমর্থন দিচ্ছেন?”
চ্যানেলটির উপস্থাপিকার এমন মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকেই বিষয়টিকে ঘৃণাত্মক ও বৈষম্যমূলক আখ্যা দিয়ে তার বক্তব্যের নিন্দা জানিয়েছেন।