13.9 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা

মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রীকে পুলিশে দিলেন শিক্ষার্থীরা - the Bengali Times
মহসিন কলেজ ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সরকারি হাজি মুহাম্মদ মহসিন কলেজ শাখার নেত্রী ইসরাত জাহান কাকনকে আটক করে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (৪ মে) দুপুরে কলেজ ক্যাম্পাসে প্রবেশ করলে শিক্ষার্থীরা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন।

চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির সংবাদমাধ্যমকে জানান, মহসিন কলেজ শাখা ছাত্রলীগের নেত্রী ইসরাত জাহান ক্যাম্পাসে প্রবেশ করলে তাকে আটকে রাখেন শিক্ষার্থীরা। পরে খবর পেয়ে পুলিশ তাকে থানায় নিয়ে আসে।

- Advertisement -

শিক্ষার্থীদের অভিযোগ, ইসরাত জাহান ক্যাম্পাসে বারবার বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করছিলেন। তিনি নিষিদ্ধঘোষিত সংগঠনটির পক্ষে উসকানি দিচ্ছিলেন বলে অভিযোগ শিক্ষার্থীদের।

ওসি জাহিদুল কবির বলেন, আটক ছাত্রলীগ নেত্রীকে গত ৫ আগস্টের মামলায় আজ সোমবার আদালতে হাজির করা হবে।

- Advertisement -

Related Articles

Latest Articles