13.9 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

স্ত্রীর নাক সুন্দর, তাই ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে নিল স্বামী

স্ত্রীর নাক সুন্দর, তাই ঘুমন্ত অবস্থায় নাক কামড়ে নিল স্বামী - the Bengali Times
ভুক্তভোগী স্ত্রী ছবি সংগৃহীত

স্ত্রীর মুখটা দেখতে সুন্দর, নাকটাও খুব ভালো লাগে। তাই ঘুমন্ত অবস্থায় স্ত্রীর নাক কামড়ে ছিঁড়ে নিয়েছেন স্বামী। ভারতের পশ্চিমবঙ্গের নদীয়ার শান্তিপুর থানার অন্তর্গত ১১ নম্বর ওয়ার্ডের বেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নাক ছিঁড়ে নিয়ে বর্তমানে কারাগারে আছেন স্বামী।

বেরপাড়া এলাকার বাসিন্দা বাপন শেখর সঙ্গে গত নয় বছর আগে প্রেম করে বিয়ে হয় মধু খাতুনের। তাদের একটি আট বছরের কন্যা সন্তান রয়েছে। নয় বছর ধরে সংসার ভালোই চলছিল তাদের। কিন্তু স্বামী মাঝেমধ্যেই বলতো তার স্ত্রীর মুখটা খুব সুন্দর। বিশেষ করে নাকটা খুব ভালো লাগে। গত বৃহস্পতিবার রাতে যখন ঘুমোচ্ছিলেন ঠিক রাত ৩টার দিকে হঠাৎ আচমকা তার নাকে কামড় দেয় তার স্বামী বাপন শেখ।

- Advertisement -

কামড় দিয়ে নাক ছিঁড়ে নেয় স্বামী। আচমকা জ্বালা যন্ত্রণায় ঘুম ভেঙে যায় স্ত্রী মধু খাতুনের। এরপর নিজেকে বাঁচানোর চেষ্টা করলে আবারও আঙুলে কামড় মারে তার স্বামী। কোনো রকমে বাড়ির বাইরে পালিয়ে আসে তার স্ত্রী মধু।

মধু খাতুনের দাবি, তার স্বামী মাঝেমধ্যেই মদ্যপান করত। এরপর বলতো তোর মুখটা এত সুন্দর কেন। নাকটা আরো সুন্দর। তাই আমি নাকটা কামড়ে খেয়ে নেব। সেই কারণেই আচমকা রাতে এই ঘটনা ঘটায় তার স্বামী। পাশাপাশি তিনি আরো অভিযোগ করেন, যেহেতু আমার মুখ সুন্দর তাই এসিড মারার হুমকিও দিয়েছিল স্বামী।

এরপর মধু খাতুন শান্তিপুর থানায় তার স্বামী বাপন শেখের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত বাপন শেখকে গ্রেপ্তার করে পুলিশ। আজ তাকে রানাঘাট আদালতে তোলা হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles