
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া চিকিৎসা শেষে যুক্তরাজ্য থেকে দেশে ফিরবেন সোমবার। হিথ্রো বিমানবন্দর থেকে বাংলাদেশ বিমানের একটি সরাসরি ফ্লাইটে প্রথমে সিলেট অবতরণ করবেন তিনি।
এ উপলক্ষ্যে খালেদা জিয়াকে স্বাগত জানাতে প্রস্তুতি নিয়েছিল সিলেট জেলা ও মহানগর বিএনপি। তবে সে কর্মসূচি স্থগিত করা হয়েছে।
সোমবার রাত ৮টায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েছ লোদী।
জনদুর্ভোগের কথা চিন্তা করেই মূলত কর্মসূচি স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সিলেট জেলা ও মহানগর বিএনপি।
কয়েছ লোদী বলেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জুম মিটিংয়ে মানুষের কষ্টের বিষয়টি মাথায় রেখে দলের শীর্ষপর্যায় থেকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কারো যাতে ভোগান্তি না হয় সেজন্য আমরা বিমানবন্দরে যাবোনা। এমনকি বিমানের ভেতরেও কেউ যাতে উনার সঙ্গে দেখা করতে না যান সেই নির্দেশনাও দেওয়া হয়েছে।
সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, লন্ডন থেকে আসা যাত্রীদের বিড়ম্বনা হতে পারে এমন আশংকায় তাদের কথা বিবেচনায় নিয়ে চেয়ারপার্সনকে স্বাগত জানানোর সিদ্ধান্ত বাতিল করা হয়েছে।