10.5 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেলেন মেসির সেই বন্ধু

যৌন হয়রানির অভিযোগ থেকে মুক্তি পেলেন মেসির সেই বন্ধু - the Bengali Times
ছবি সংগৃহীত

চিলির তারকা ফুটবলার আর্তুরো ভিদালের বিরুদ্ধে সম্প্রতি উঠেছিল যৌন হয়রানির অভিযোগ। সে অভিযোগ থেকে এবার মুক্তি পেলেন তিনি। এ ঘোষণা দিয়েছে দেশটির প্রসিকিউশন বিভাগ। শুক্রবার তারা জানিয়েছে, সান্তিয়াগোর এক নাইটক্লাবে ঘটে যাওয়া ঘটনার তদন্তে অভিযোগের পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

ভিদালসহ প্রথম বিভাগের দল চোলো চোলোর কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে ৪ নভেম্বর এক জন্মদিনের অনুষ্ঠানে যৌন হয়রানির অভিযোগ এনেছিলেন এক নারী। অভিযোগে বলা হয়েছিল, ক্লাবটিতে পার্টি চলাকালে ওই ঘটনাটি ঘটে।

- Advertisement -

তবে তদন্ত শেষে প্রসিকিউটর ফেলিপে সেমব্রানো এক ভিডিও বার্তায় বলেন, ‘আমরা সেদিনের ঘটনাগুলো তদন্ত করেছি এবং শেষ পর্যন্ত কোনো ধরনের অভিযোগ আনার মতো প্রমাণ পাওয়া যায়নি।’ ভিদাল নির্দোষ প্রমাণিত হলেও তার দলের আরও কিছু অজ্ঞাতনামা সদস্য এখনও তদন্তাধীন রয়েছেন।

৩৭ বছর বয়সী ভিদাল গত বছর নিজের শুরুর ক্লাব চোলো চোলোতে ফিরে আসেন। মাত্র ১৭ বছর বয়সে এখান থেকেই শুরু হয়েছিল তার পেশাদার ক্যারিয়ার। ইউরোপে বার্সেলোনা, বায়ার্ন মিউনিখ, জুভেন্টাস ও ইন্টার মিলানের মতো বড় ক্লাবে খেলেছেন তিনি। বার্সেলোনায় খেলার সময়ে খুব অল্প দিনেই অধিনায়ক লিওনেল মেসির খুব কাছের বন্ধুতে পরিণত হন ভিদাল।

তিনি চিলির ‘গোল্ডেন জেনারেশন’-এর গুরুত্বপূর্ণ অংশ ছিলেন, যাদের হাত ধরে দেশটি ২০১৫ সালে কোপা আমেরিকা জয় করে। পরের বছর আর্জেন্টিনাকে হারিয়ে শতবর্ষী কোপা আমেরিকার শিরোপাটাও ঘরে তোলে চিলি। ভিদাল সে দলেরও সদস্য ছিলেন।

- Advertisement -

Related Articles

Latest Articles