9.2 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

বিশ্বের সবচেয়ে বিষণ্ণ কর্মীদের মধ্যে কানাডিয়ানরা অন্যতম

বিশ্বের সবচেয়ে বিষণ্ণ কর্মীদের মধ্যে কানাডিয়ানরা অন্যতম - the Bengali Times
জীবন পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে ৩৩ শতাংশ বৈশ্বিক উত্তরদাতা উন্নতি হচ্ছে বলে জানান

বিশ্বের সবচেয়ে বিষণ্ণ কর্মীদের মধ্যে কানাডিয়ানরা অন্যতম। যদিও অধিকাংশই বলছেন যে, তারা উন্নতি করছেন। গ্যালাপের এক সমীক্ষায় এমনটাই উঠে এসেছে।

বুধবার প্রকাশিত এ বছরের স্টেট অব দ্য গ্লোবাল ওয়ার্কপ্লেস রিপোর্টে বিশ্বের ২ লাখ ২৫ হাজার কর্মীর কাছে চাকরিতে তাদের অভিজ্ঞতা এবং তাদের জীবন সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল। তাদের মধ্যে কানাডিয়ান উত্তরাদাতারা তাদের জীবন সম্পর্কে গড়ের চেয়ে বেশি রেটিং দেন। একইভাবে প্রাত্যহিক চাপের বেশিও সর্বোচ্চ রেটিং দেন তারা।

- Advertisement -

জীবন পরিস্থিতি সম্পর্কে প্রশ্ন করা হলে ৩৩ শতাংশ বৈশ্বিক উত্তরদাতা উন্নতি হচ্ছে বলে জানান। তবে কষ্ট হচ্ছে বলে জানান ৫৮ শতাংশ উত্তরদাতা। দুর্ভোগের কথা জানান সমীক্ষায় অংশ নেওয়া ৯ শতাংশ উত্তরদাতা। জীবন পরিস্থিতিকে উন্নতি হচ্ছে বলে রেটিং দেন ৫৩ শতাংশ কানাডিয়ান। মার্কিন যুক্তরাষ্ট্রে এ হার ৫২ শতাংশ এবং ইউরোপে ৪৭ শতাংশ।

এ ছাড়া অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ হার ৫৬ শতাংশ। অঞ্চলভেদে ল্যাটিন আমেরিকা ও ক্যারিবিয়ানে এ হার ৫৪ শতাংশ। ক্রোধ (১৯ শতাংশ), দুঃখ (২৩ শতাংশ) অথবা একাকিত্বের মতো নেতিবাচক অনুভুতির কথা কানাডিয়ানরা কম জানান। সমীক্ষায় অংশ নেওয়া প্রতি দশজনের মধ্যে প্রায় ছয়জন উত্তরদাতা জরিপকারীদের বলেন যে, দিনের বেশিরভাগ সময় তারা চাপের মধ্যে থাকেন। এ হার বৈশ্বিক হারের চেয়ে ১৮ শতাংশীয় পয়েন্ট বেশি। একইভাবে এ হার যেকোনো আঞ্চলিক গড়ের চেয়েও বেশি।

গ্যালাপ বলেছে, সাম্প্রতিক বছরগুলোতে উত্তর আমেরিকার কর্মীদের মধ্যে সন্তুষ্টিতে অবনতি দেখা যাচ্ছে। সন্তুষ্টি কমে যাওয়ার জন্য প্রতিবেদনে আবাসন ও মূল্যস্ফীতির চাপসহ জীবনযাত্রার ব্যয়কে কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে।

- Advertisement -

Related Articles

Latest Articles