8 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

কী আশায় বাঁধি খেলাঘর

কী আশায় বাঁধি খেলাঘর - the Bengali Times
বিরোধী নেতাদের ছাড়া কার্নি একরকম ফাঁকা মাঠে গোল দেবেন বলা যায়

পেয়ার পলিয়েভ। তিনি কানাডার কনজারভেটিভ দলের নেতা ছিলেন। ছিলেন বললাম কেন? এখন কি আর নেই? সেখানেই জট বেঁধেছে।

জট কীভাবে বাঁধল?

- Advertisement -

পেয়ার পলিয়েভ (পিপি) তিনি সদ্য শেষ হওয়া ফেডারেল নির্বাচনে অটোয়ার কার্লেটন থেকে নিজের আসনে জিততে পারেন নি। তিনি এই একই আসন থেকে গত বিশ বছর ধরে নির্বাচন করে জিতে আসতেছিলেন। তো এই নির্বাচনে তিনি লিবারিলের প্রার্থীর কাছে পাঁচ হাজার ভোটে হেরে দল থেকে লাইনচ্যুত হয়েছেন। এখন তো তিনি এমপিও না, দলের নেতাও না। যতক্ষণ পর্যন্ত তাঁর দল তাঁকে নিয়ে একটা ঘোষণা দেবে ততক্ষণ উনি “কী আশায় বাঁধি খেলাঘর” এর মধ্যে থাকবেন।

কার্নি ফাঁকা মাঠে গোল দেবেন:

এদিকে কার্নি স্ট্রং মাইনোরিটিতে দল গঠন করেছেন। তিনি যখন খুব শিগগির পার্লামেন্ট রিজিউম করবেন সেখানে বিরোধী দলের এমপি ও নেতাদেরও থাকার কথা। প্রশ্ন করবেন, আর্গু করবেন এইসব হওয়ার কথা।

কিন্তু  কার্নি যখন পার্লামেন্ট সেশনে থাকবেন তখন বিরোধী দলের নেতারা কোথায়? মেজর বিরোধী দল কনজারভেটিভের বর্তমানে কোনো নেতা নেই। কারণ, পিপি ফেল করেছেন। তিনি এমপি হতে না পারলে পার্লামেন্টে যেতে পারবেন না।

এদিকে এনডিপির জগমিট সিংও দলের জন্য সাতটা আসন পেলেও নিজের আসনে হেরেছেন বিশ্রিভাবে। তারপরেই দলের নির্দেশে তিনি পদত্যাগ করেছেন। তো পার্লামেন্ট সেশনে এনডিপির নেতাও নেই। এই দলের কোনো অফিশিয়াল স্ট্যাটাসই নেই বর্তমানে। কারণ, অফিশিয়াল স্ট্যাটাস থাকতে গেলে মোট বারোটা আসন পেতে হয়।

ফলে বিরোধী নেতাদের ছাড়া কার্নি একরকম ফাঁকা মাঠে গোল দেবেন বলা যায়।

এই নির্বাচনে আরেকজন নেতাও নিজের আসনে ফেল করে দল থেকে পদত্যাগ করেছেন। তিনি হলেন green পার্টির কো-নেতা Janathan.

ফলে এই নির্বাচনে মোট ছয়জন নেতার মধ্যে ফেল করেছেন নিজের আসনে টোটাল তিনজন। আর তিনজন পাশ করেছেন।

লিবারেলের কার্নি, bloc এর Yves-François Blanchet আর green পার্টির নেতা এলিজাবেথ।

এখন পিপিকে নিয়ে কী ভাবছে দল?

পিপির তো এখন কোনো জোর নেই। দলও জেতে নি, নিজেও জেতেন নি। কিন্তু দলের তো একজন কার্যকরী নেতা দরকার তাই না? পিপি তো নিজে থেকেও পদত্যাগ করেন নি, দলও তাঁকে পদত্যাগ করতে বলে নি এখনো।  পিপিকে নিয়ে কনজারভেটিভ দলের caucus এর মিটিং হবে আগামী মঙ্গলবারে। সেখানেই সিদ্ধান্ত নেবে দলটা পিপিকে তাঁরা কীভাবে দলে রাখতে চান। দলের বেশ কয়েকজন নেতা ও এমপি পিপিকে প্রচণ্ডভাবে সাপোর্ট করতেছেন। তারা চান পিপিই দলের  নেতা হিসেবে বহাল থাকবেন। কারণ, তিনি এই নির্বাচনে কনজারভেটিভ দলের কুড়িটা আসন বেশি অর্জন করেছেন। দল বেশ এগিয়ে গেছে পিপির নেতৃত্বে এমনটাই বলতেছেন ঐসব নেতারা।

পিপিকে দলে রাখবেন কীভাবে?

এখন কথা হলো পিপিকে দলের নেতা বানাতে গেলে অবশ্যই পিপিকে নিজের আসনে জিততে হবে। এখন উপায়? উনি তো ফেল করেছেন।

উপায় একটা আছে। কোন সে উপায়?

দল থেকে সিদ্ধান্ত নেওয়া হবে কোন একটা প্রভিন্সে কনজারভেটিভের একজন পাশ করা এমপিকে বলা হবে পদত্যাগ করতে। তারপর সেখানে বাই-ইলেকশন দেওয়া হবে। পিপি হবেন প্রার্থী। তারপর জনগণ পিপিকে ভোট দিয়ে পাশ করিয়ে মাথায় করে আনবেন পার্লামেন্টে। তখন তিনি কার্নিকে আবার এ্যাটাক করতে পারবেন। তাঁকে কিন্তু এ্যাটাক ডগ বলা হয়। কিন্তু এসব করতে সময় লাগবে ছয় মাসের মতো।

পিপির আগে ও হারপারের পরে কনজারভেটিভের নেতা হোন এরিনোটুল। তিনি দলগতভাবে জিততে না পারলেও এমপি হতে পেরেছিলেন। কিন্তু তাঁকে দল দরজা দেখিয়ে দেয় বের হয়ে যেতে। তিনি পদত্যাগ করলেন। এরপর দলটার নেতা হিসেবে আসলেন Andrew James Scheer। তিনি নির্বাচনে দলগতভাবে জিততে না পারলেও নিজে এমপি হয়েছেন। তিনিও পদত্যাগ করেছিলেন দলের নির্দেশে। এরপর পিপি হলেন নেতা। তিনি আগের দুইবার নির্বাচনে দলগতভাবে না জিতলেও নিজের আসনে অন্তত জিতেছিলেন। এবার দলকে কিছুটা শক্তিশালী করলেও নিজে হারালেন সব। এখন কাউকে জোর করে বা রিকোয়েস্ট করে তাঁর নির্বাচিত এমপি পদ থেকে সরিয়ে পিপিকে জেতানো হবে ভবিষ্যতের প্রধানমন্ত্রী করার জন্য।

কে স্বেচ্ছায় পদ ছাড়বেন পিপির জন্য?

এখন কথা হলো কে আছেন এমন দরদি পিপির জন্য? দলের যেসব নেতারা বলতেছেন পিপিকে আমরা দলে রেখে দেব, সেইসব নেতারা কিন্তু পদত্যাগ করে পিপিকে সুযোগ দিতেছেন না। ঐ যে কোনো রহিম-করিমের ঘাড় মটকানো হবে আরকি।

তাছাড়া যেকোনো প্রভিন্স বা আসনে দাঁড়ালেই যে পিপি পাশ করবেন এ গ্যারান্টি কে দিয়েছে? বরং যদি আবার ফেল করেন তাহলে ধরেন লিবারেল জিতে যাবে। তাদের একটা আসন বাড়বে। সেইজন্য আলবার্টা হলো জনজারভেটিভের ঘাটি। 65% জনগণ কনজারভেটিভের সমর্থক। তো প্ল্যাণ করা হয়েছে পিপিকে ঐ প্রভিন্সে নিয়ে পাশ করিয়ে আনবেন।

অনেকটা শহর থেকে গ্রামে সহজ রাস্তায় গিয়ে ড্রাইভিং লাইসেন্সে পাশ করার মতো।

তাছাড়া যাকে পদত্যাগ করানো হবে তিনি কেন করবেন পদত্যাগ? তাঁকে কি টাকা অফার করা হবে? এটা তো লিগ্যাল না। তাহলে তাঁর স্বার্থটাই বা কি হবে সেটাও অজানা।

তো যাই হোক পিপিকে এভাবে দলে রাখা হবে তিনি যেন আগামী নির্বাচনে জিতে কানাডার প্রধানমন্ত্রী হতে পারেন।

তবে এই মুহূর্তে পিপির গান গাইতে হচ্ছে “কী আশায় বাঁধি খেলাঘর, বেদনার বালুচরে”

আল্লাহ আপনাদের সুস্থ রাখুন।

 

টরন্টো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles