9.2 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

সিদ্দিককে নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন সাবেক স্ত্রী

সিদ্দিককে নিয়ে প্রশ্ন শুনেই মেজাজ হারালেন সাবেক স্ত্রী - the Bengali Times
অভিনেতা মো সিদ্দিকুর রহমান ও সিদ্দিকের সাবেক স্ত্রী মারিয়া মিম

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় রাজধানীর গুলশানে ভ্যানচালক জব্বার আলী হাওলাদার হত্যাচেষ্টা মামলায় অভিনেতা মো. সিদ্দিকুর রহমানের রিমান্ড আবেদন করা হয়। এর আগে রাজধানীর বেইলি রোডে অভিনেতা সিদ্দিককে মারধর করে রমনা থানায় সোপর্দ করেন ছাত্র-জনতা। তাকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক আব্দুস সালাম।

সিদ্দিক জেলে থাকায় তার সাবেক স্ত্রী মারিয়া মিম কোনো প্রতিক্রিয়া না করায় অবাক হয়েছেন নেটিজেনরা। তারা মারিয়া মিমের একটি পোস্টে একাধিকবার প্রশ্ন করেন সিদ্দিক বিষয়ে। কিন্তু মিম কোনো প্রশ্নের উত্তর দেননি।

- Advertisement -

দুবাই চেক ইন দিয়ে মারিয়া মিম একটি পোস্ট করেছেন। যেখানে তাকে দেখা যাচ্ছে বেশ ফূর্তি মুডে শিশা খেয়ে খেয়ে ধোঁয়া ছাড়ছেন। ঐ পোস্টে এক নেটিজেন প্রশ্ন করেন, ‘সিদ্দিক জেলে তুমি কি খুশি?’ এই প্রশ্নে মেজাজ হারান মারিয়া মিম। তিনি উত্তর দেন, ‘বাঙালিরা আসলেই কাঙালি, এক বা* নিয়ে পড়ে থাকে এই জন্য তারা সবসময় ফকিন্নি।’

এরপর নেটিজেনরা অশালীন বাক্য ব্যবহার করলে তিনিও অশালীন বাক্য ব্যবহার শুরু করেন। এক প্রশ্নের জবাবে মারিয়া মিম বলেন, ‘তোমাদের বোঝা উচিত যে ডিভোর্সের ৫-৬ বছর পরেও কেউ জামাই থাকে না।’

প্রসঙ্গত, ২০১২ সালে সিদ্দিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মারিয়া মিম। ২০১৩ সালে এই সংসার আলো করে জন্ম নেয় এ দম্পতির প্রথম সন্তান আরশ হোসেন। ২০১৯ সালের শেষের দিকে তাদের ডিভোর্স হয়।

- Advertisement -

Related Articles

Latest Articles