
জাপানে ভ্রমণের সময় ভয়ংকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন থাইল্যান্ডের মডেল ও কনটেন্ট ক্রিয়েটর নাতালিসি তাকসিসি। টোকিওর একটি হোটেলকক্ষে থাকার সময় তিনি তার বিছানার নিচে লুকিয়ে থাকা একজন অচেনা ব্যক্তিকে দেখতে পান। যা তাকে আতঙ্কিত করে তোলে।
এরপর তিনি তার অভিজ্ঞতা নিয়ে টিকটকে একটি ভিডিও করেন।
ভিডিওটি দেখেছে ৪৪ লাখেরও বেশি মানুষ। ভিডিওতে তাকসিসি জানান, তিনি টোকিওর এপিএ হোটেল অ্যান্ড রিসোর্টে অবস্থান করছিলেন, যা প্রথমে নিরাপদ ও নিরিবিলি মনে হলেও পরবর্তীতে ঘটে যায় অপ্রত্যাশিত ঘটনা। দ্বিতীয় দিন সন্ধ্যায় বাইরে থেকে ঘুরে ফিরে এসে বিশ্রাম নেওয়ার সময় তিনি ঘরে অদ্ভুত গন্ধ অনুভব করেন এবং পরে বিছানার নিচে তাকিয়ে দেখতে পান একজন অজ্ঞাত ব্যক্তি তাকে দেখছে। তাকসিসি বলেন, ‘আমি চিৎকার করে উঠে দাঁড়াই, লোকটি কয়েক সেকেন্ড আমার দিকে তাকিয়ে থাকে, তারপর দৌড়ে ঘর থেকে পালিয়ে যায়।
পরে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশকে বিষয়টি জানানো হলে বিছানার নিচে থেকে একটি পাওয়ার ব্যাংক ও ইউএসবি কেবল উদ্ধার করা হয়। তবে হোটেল ভবনে পর্যাপ্ত সিসিটিভি না থাকায় অনুপ্রবেশকারীকে শনাক্ত করা সম্ভব হয়নি। হোটেল কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলেও তারা জানাতে পারেনি ওই ব্যক্তি কিভাবে তাকসিসির কক্ষে প্রবেশ করেছিলেন।
ঘটনার পর তাকসিসি হোটেলের ৬০০ ডলার রিফান্ড দাবি করলেও প্রথমে তাকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি।
পরে বুকিং প্ল্যাটফরম অ্যাগোডা তাকে মাত্র ১৭৮ ডলারের একটি কুপন অফার করে। শেষ পর্যন্ত হোটেল কর্তৃপক্ষ পুরো অর্থ ফেরত দিতে সম্মত হয়।
ঘটনায় আতঙ্কিত হয়ে তাকসিসি সেদিন রাতেই অন্য একটি হোটেলে ওঠেন। বাকি ভ্রমণ সম্পর্কে তিনি বলেন, ‘পুরোটা যেন দুঃস্বপ্নের মতো ছিল। ঘুমাতে পারিনি, প্রতি মুহূর্তে ভয় কাজ করছিল।
এই ঘটনার মাধ্যমে তাকসিসি ভ্রমণকারীদের সচেতন থাকার আহ্বান জানান। তিনি বলেন, ‘সব সময় আশপাশের প্রতি সতর্ক থাকা উচিত, এমনকি নিরাপদ মনে হলেও।’