5.1 C
Toronto
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

চীনের তরুণদের মাঝে সাড়া ফেলেছে দায়িত্ববিহীন ‘বন্ধুত্বের বিয়ে’

চীনের তরুণদের মাঝে সাড়া ফেলেছে দায়িত্ববিহীন ‘বন্ধুত্বের বিয়ে’ - the Bengali Times
ছবি সংগৃহীত

চীনে ক্রমেই বিয়ের ক্ষেত্রে নতুন প্রবণতা দেখা দিচ্ছে। পুরনো পন্থা ভুলে নতুন নিয়মের বিয়েতে মাতছে চীনের তরুণ প্রজন্মের একাংশ। জানা গিয়েছে, এই ধরনের বিয়ের জন্ম হয়েছিল জাপানে। জানেন এই বিশেষ ধরনের বিয়ের একটি নামও রয়েছে, ‘বন্ধুত্বের বিয়ে’।

এই ধরনের বিয়েতে বেশ কিছু নিয়ম রয়েছে। সাধারণত নিজেদের কাঁধ থেকে দায়িত্বের বোঝা দূর করতে এই বিশেষ ধরণের বিয়েতে আগ্রহী হচ্ছেন সে দেশের তরুণেরা।

- Advertisement -

আনুষ্ঠানিকভাবে দম্পতি একে অপরের অভিভাবক হলেও, তাদের যে একসঙ্গে থাকতে হবে, এই বিয়ের রীতিতে এমন কোনও বাধ্যবাধকতা নেই। নিজেদের ইচ্ছে মতো চলবেন দম্পতি। সজ্জা আলাদা থাকবে তাদের। যৌন সম্পর্ক স্থাপন যে করতেই হবে এমনটাও নয়। বাড়িতেও নিজেদের মতো থাকবেন দম্পতি।

একে অপররে ব্যক্তিগত জীবনেও আগ্রহ দেখাবেন না। মন চাইলেও তারা অন্য সম্পর্ক জড়াতে পারবেন। অন্যদিকে, সন্তান নেয়ার সময় হলে তারা দত্তক বা কৃত্রিম গর্ভধারণের উপায় বেছে নিতে পারবেন।

- Advertisement -

Related Articles

Latest Articles