7.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

অন্টারিওর কোনো লিবারেলকে সরে দাঁড়াতে বলবেন না ক্রম্বি

অন্টারিওর কোনো লিবারেলকে সরে দাঁড়াতে বলবেন না ক্রম্বি - the Bengali Times
অন্টারিও লিবারেল নেতা বনি ক্রম্বি বুধবার বলেছেন আইনসভায় আসনের জন্য আবারও প্রতিযোগিতা করার ইচ্ছা রয়েছে তার

অন্টারিও লিবারেল নেতা বনি ক্রম্বি বুধবার বলেছেন, আইনসভায় আসনের জন্য আবারও প্রতিযোগিতা করার ইচ্ছা রয়েছে তার। তবে ভবিষ্যতে আইনসভার বাইরে থেকে দলকে নেতৃত্ব দেবেন।

ক্রম্বি লিবারেল পার্টিকে তৃতীয় স্থান অর্জনকারী দল হিসেবে ব্র্যান্ডিং করার চেষ্টা করছেন। কারণ, জনপ্রিয় ভোট এনডিপির চেয়ে অনেক বেশি পেয়েছে তারা। কিন্তু আসন বেশি হওয়ার আনুষ্ঠানিক বিরোধী দল গঠন করবে এনডিপি।

- Advertisement -

এবারের নির্বাচনে তাদের আসন সংখ্যা বাড়িয়ে ১৪টিতে উন্নীত করতে সক্ষম হয়েছে। আনুষ্ঠানিক বিরোধী দল হতে গেলে ন্যূনতম যতগুলো আসন পেতে হয় সংখ্যাটি তার চেয়ে বেশি। ২০১৮ সালের পর প্রথমবারের মতো এই সাফল্য পেল দলটি। কিন্তু দলটি আবারও তৃতীয় হয়েছে এবং ক্রম্বি তার নিজের আসনে জিততে পারেননি।

আসন পাওয়ার আশা তিনি ছাড়ছেন না। তিনি বলেন, আমি আমার বিশ্বাসযোগ্য ককাস সদস্যদের কাউকে পদত্যাগরে আহ্বান জানাব না। সঠিক সময়ে একটি আসন খুঁজে নেব আমি।

২০২৩ সালে প্রাদেশিক লিবারেল নেতা হওয়ার আগে ক্রম্বি তিন মেয়াদে মিসিসোগার মেয়র ছিলেন। এবারের নির্বাচনে তিনি মিসিসোগা ইস্ট-কুকসভিল থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। কিন্তু কনজার্ভেটিভ প্রার্থী এক হাজার ২১০ ভোটের ব্যবধানে তাকে পরাজিত করেন।

লিবারেলদের আশা ছিল মেয়র হিসেবে ক্রম্বির রেকর্ড এবং মিসিসোগায় তার সুনাম মিসিসোগার ছয়টি রাইডিংয়েই জয় পেতে তাদের সহায়তা করবে। কিন্তু বাস্তবে মিসিসোগায় একটি আসনও পায়নি তারা। যদিও মিসিসোগা-এরনি মিলস আসনটিতে লিবারেল ও প্রোগ্রেসিভ কনজার্ভেটিভ প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। এখানে ভোট ভোট পুনর্গণনা হতে যাচ্ছে।

ক্রম্বি বলেন, তিনি চান দল নির্বাচন পরবর্তী ফলাফল বিশ্লেষণ করুক, যাতে করে ভিন্নভাবে কী করা যেত সেটা দেখা যায়। পরবর্তীতে আরও ভালো করা যায় কীভাবে তাও জানা যায়।

This article was written by Sohely Ahmed Sweety as part of the LJI.

- Advertisement -

Related Articles

Latest Articles