7.4 C
Toronto
মঙ্গলবার, এপ্রিল ২৯, ২০২৫

সম্পর্ক ভেঙে যাওয়ায় কাঁদলেন মাহি

সম্পর্ক ভেঙে যাওয়ায় কাঁদলেন মাহি - the Bengali Times
ছবি সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি সম্প্রতি জানিয়েছেন যে, তাঁর দীর্ঘ চার বছরের সম্পর্ক সাদাত শাফি নাবিলের সঙ্গে ভেঙে গেছে। নিজেই এই সম্পর্কের বিচ্ছেদের খবর নিশ্চিত করেছেন তিনি।​ গত চার বছর ধরে চলা সম্পর্কে ইতি টানলেন মাহি ও নাবিল।

বৃহস্পতিবার সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম হ্যান্ডেলে বেশ কিছু ছবি পোস্ট করে সামিরা খান মাহি লিখেছেন— গত কয়েকটা দিন ভীষণ কষ্টের মধ্যে কেটেছে। ট্রল হওয়া থেকে শুরু করে আমার বোনের বিয়ের দায়িত্ব বহন করা, আমার সম্পর্ক ভেঙে যাওয়া— সবকিছু মিলিয়ে আমি ভেঙে পড়েছি, হারিয়ে গেছি। তবে এটা অনেক হয়েছে।

- Advertisement -

যাদের কষ্ট দিয়েছেন, তাদের প্রতি দুঃখ প্রকাশ করে মাহি বলেন, আমি ভুল করেছি, যা অনেককেই কষ্ট দিয়েছে, এটিও আমি বহন করে গেছি। তিনি বলেন, আমি জানি— আমি হৃদয় ভেঙেছি, এর জন্য আমি দুঃখিত। সত্যিই আমি ভেঙে পড়েছি- আর এটি বলতে ভয় পাই না আমি।

বছর দুয়েক আগে প্রকাশ্যে এনেছিলেন প্রেমিক সাদাত শাফি নাবিলের কথা। এবার সামনে আনলেন নিজের ভেঙে যাওয়া সম্পর্কের কথা। অবশ্য শুধু এই প্রণয় বিচ্ছেদের কথাই নয়, এখন শনিরদশায় রয়েছেন, সেসব কথাও জানালেন অভিনেত্রী। জানালেন একের পর এক খারাপ সময় পার করে এখন তিনি ক্লান্ত ও বিধ্বস্ত।

ইনস্টাগ্রাম হ্যান্ডেলে চোখের জলের ছবি পোস্ট করে মাহি লিখেছেন, আমার এই দুর্বলতম সময়েও আমি জানি, উঠে দাঁড়ানোর শক্তি আমাকে ছেড়ে যায়নি। আমি এখন শুধুই ক্লান্ত, তবে পরাজিত নই। যদি সবার সঙ্গে হাসি শেয়ার করা যায়, তাহলে আমি বলব— চোখের জলও শেয়ার করা যায়।

জীবন খুব ভালো করেই দেখেছেন অভিনেত্রী। হয়তো সে কারণেই তিনি লিখেছেন— জীবন সবসময় পরিশ্রুত ও নিখুঁত হয় না এবং আজকে আমার কাছে এটিই সত্য।

সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামের মাধ্যমে নাবিলের সঙ্গে মাহির পরিচয়। এক বছরের বন্ধুত্ব, তারপর প্রেমের সম্পর্কে গেছেন বলে জানান মাহি। পরিচয়ের পর নিয়মিত কথা হতো তাদের। কথা বলা থেকে ভালো লাগা শুরু। এরপর প্রেম। চার বছর সম্পর্কের পর বিচ্ছেদের কথা জানালেন অভিনেত্রী।

- Advertisement -

Related Articles

Latest Articles