5.1 C
Toronto
বুধবার, এপ্রিল ৩০, ২০২৫

স্যার আমার ভালোবাসা বাঁচান—খাতায় ৫০০ টাকা দিয়ে পরীক্ষার্থীর আর্জি

স্যার আমার ভালোবাসা বাঁচান—খাতায় ৫০০ টাকা দিয়ে পরীক্ষার্থীর আর্জি - the Bengali Times
ছবি সংগৃহীত

পরীক্ষার উত্তরপত্রে অনেক পড়ুয়াই শিক্ষকদের উদ্দেশে বার্তা লেখেন। সঙ্গে ১০০, ২০০ টাকার নোটও থাকে অনেক সময়। পাশ করিয়ে দেওয়ার আর্জি জানিয়েই এই ‘ঘুষ’। এবার এরকমই একটি ঘটনা উঠে এল খবরের পাতায়। পরীক্ষার খাতায় ৫০০ টাকা গুঁজে দিয়ে এক পড়ুয়া লিখলেন, ‘স্যর আমার ভালোবাসা আপনার হাতে। দয়া করে আমাকে পাশ করিয়ে দিন।’ এই কাণ্ডে মাথার হাত শিক্ষকের।

জানা গিয়েছে, এই ঘটনা কর্নাটকের বেলাগাভি এলাকার। সেখানে দশমের বোর্ড পরীক্ষা হয়েছে। যার উত্তরপত্র পরীক্ষা করছিলেন শিক্ষকরা। ওই জেলার বিভিন্ন প্রান্তের শিক্ষকরা জানিয়েছেন, এমন প্রচুর উত্তরপত্র তাঁদের হাতে এসেছে যেখানে পরীক্ষার্থীরা তাঁদের পাশ করিয়ে দেওয়ার অনুরোধ করেছে। কেউ দাবি করেছে, ‘এবার পাশ করতে না পারলে পড়াশোনা ছাড়িয়ে দেবে বাড়ি থেকে। আমি কলেজে যেতে চাই।’ কেউ আবার লিখেছে, ‘আমার ভবিষ্যৎ আপনার হাতে, স্যার। এ যাত্রায় পাশ করিয়ে দিন।’ আরেকজনের কাতর আর্জি, ‘স্যার আমার ভালোবাসা আপনার হাতে। দয়া করে আমাকে পাশ করিয়ে দিন। আপনার হাতেই সব কিছু।’ পরীক্ষার্থীদের এমন কাণ্ড কারখানায় হতবাক শিক্ষকরা।

- Advertisement -

এই ঘটনার খবর ও এরকম একাধিক পরীক্ষার খাতার ছবি হুহু ভাইরাল হয়েছে সোশাল মিডিয়ায়। অনেক নেটিজেনই বিষয়টি ভালো চোখে দেখছে না। পড়ুয়াদের এহেন কীর্তিতে অনেকেই ক্ষোভ প্রকাশ করেছেন। প্রশ্ন উঠতে শুরু করেছে রাজ্যের শিক্ষাব্যবস্থা নিয়েও। ইতিমধ্যেই বিষয়টি নজরে এসেছে রাজ্য শিক্ষা দপ্তরের। ওই শিক্ষকদের সঙ্গে কথা বলে সমস্ত কিছু খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে শিক্ষা দপ্তরের তরফে। সূত্র : সংবাদ প্রতিদিন

- Advertisement -

Related Articles

Latest Articles