-2.4 C
Toronto
শনিবার, মার্চ ২২, ২০২৫

চাকুরী প্রাপ্তির আনন্দ শেয়ার

চাকুরী প্রাপ্তির আনন্দ শেয়ার - the Bengali Times
চাকুরী প্রাপ্তির আনন্দ শেয়ার

শাখাওয়াত কয়েকবার ফোন করছিল। ধরতে পারিনি। পরদিন কল ব্যাক করি। আমাকে বলে, “স্যার, আমার চাকুরী হয়েছে। আপনার সাথে দেখা করতে চেয়েছিলাম।” তাঁকে বললাম, আপনার চাকুরী হয়েছে এতেই আমি খুশি। এখন ব্যস্ত আছি, পরে একসময় দেখা হবে।

কানাডায় আসার ছয়-সাত মাস পর শাখাওয়াত অবশেষে চাকুরী পেলো। গত কয়েকদিনে আরও বেশ কয়েকজন চাকুরী পেয়েছেন, যাঁরা আমার অফিসে সেবা নেয়ার জন্য রেজিস্টার করেছিলেন। কেউ কেউ আমাকে ফোন করেছেন, কেউবা ইমেইলও করেছেন, তাঁদের চাকুরী প্রাপ্তির আনন্দ আমার সাথে শেয়ার করেছেন।

- Advertisement -

এমপ্লয়মেন্ট অ্যাডভাইজার হিসেবে আমার মূল দায়িত্ব হলো চাকুরী পেতে পরামর্শ দেওয়া এবং প্রয়োজনীয় কৌশল শেখানো। তাঁদের ধন্যবাদ জ্ঞাপনের ইমেইলগুলো আমি আমার ম্যানেজার ক্যাথলিনের সাথে শেয়ার করি। ক্যাথলিন দেখলাম আমার চেয়ে আরও বেশি খুশি। বললেন, “আমি মিনিস্ট্রিতে রিপোর্ট করার সময় এটা শেয়ার করবো।”

অনেকেই চাকুরী পেতে সহায়তা চান, ফোন করেন। চাকুরী পেলে হয়তো ব্যস্ত হয়ে যান। কিন্তু শাখাওয়াত কিংবা আরও অনেকেই ব্যস্ত হয়েও ধন্যবাদ জানাতে ভোলেননি।

 

স্কারবোরো, কানাডা

- Advertisement -

Related Articles

Latest Articles