12.8 C
Toronto
সোমবার, মে ৫, ২০২৫

শাহরুখকে খুনের হুমকিদাতার হদিস পেয়ে পুলিশ অবাক

শাহরুখকে খুনের হুমকিদাতার হদিস পেয়ে পুলিশ অবাক - the Bengali Times
শাহরুখ খান ছবি সংগৃহীত

কয়েকদিন আগে বেশ আনন্দের সঙ্গে পালন করা হয়েছে বলিউড বাদশা শাহরুখ খানের জন্মদিন। কিন্তু আজ (৭ নভেম্বর) তাকে খুনের হুমকি দেওয়ার খবর শুনে তার অনুরাগীরা ভীষণ উদ্বিঘ্ন হয়ে পড়েছেন।

আজ সকালে শাহরুখকে খুনের হুমকি দেওয়ার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়েছে ভারতীয় পুলিশ। এরই মধ্যে ফোন নম্বর ট্র্যাক করে হুমকি দাতাকে চিহ্নিত করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করার পর যে তথ্য পাওয়া গেছে তাতে পুলিশ রীতিমতো অবাক হয়েছে।

- Advertisement -

ভারতের ছত্তিশগড় হতে একটি ফোন নাম্বার থেকে মুম্বাই পুলিশের কাছে শাহরুখ খানকে হত্যার হুমকি দেওয়া হয়।

ফোনের অবস্থান বের করে ছত্তিশগড়ে পৌঁছে যায় মুম্বাই পুলিশ। ফয়জান খান নামের এক ব্যক্তির নম্বর থেকেই এই হুমকির ফোন গিয়েছিল পুলিশের কাছে। এরপর ভারতীয় ন্যায় সংহিতার আইনের ৩০৮ এবং ৩৫১ ধারায় অভিযোগ দায়ের করে সঙ্গে সঙ্গে ঘটনার তদন্ত শুরু করে মুম্বাই পুলিশ।

ফোনে শাহরুখকে খুনের হুমকি দিয়ে দাবি করা হয়, ‘বান্দ্রায় মান্নাতের বাইরে দাঁড়িয়ে আছেন তিনি। ৫০ লাখ রুপি না দিলে খুন হবেন শাহরুখ খান’। এমন হুমকি দেওয়ার পরপরই সাতসকালে ফয়জান খানের বাড়িতে পুলিশের একটি টিম পৌঁছে যায়। সেখানে গিয়ে জানতে পারেন, ফয়জান নামের এ ব্যক্তি পেশায় উকিল। গত ২ নভেম্বর শাহরুখের জন্মদিনের দিন তার মোবাইল ফোন চুরি হয়েছে। তিনি এ প্রসঙ্গে স্থানীয় থানায় একটি অভিযোগও দায়ের করেছেন বলে পুলিশকে জানান। জিজ্ঞাসাবাদে পুলিশকে ফয়জান আরও বলেন, ‘আমার চুরি হয়ে যাওয়া ফোন থেকেই কেউ একজন শাহরুখ খানকে হমকি দিয়েছে। ফোন চুরি হওয়ার পর আমি থানায় অভিযোগও জানিয়েছি’।

কিন্তু ফয়জান খানকে জিজ্ঞাসাবাদের পর দ্বন্ধে পড়ে পুলিশ। তাহলে ৫০ লাখ রুপি দাবি করে শাহরুখ খানকে খুনের হুমকি আসলে কে দিয়েছে? এখন প্রকৃত ঘটনা বের করতে মাঠে নেমেছে পুলিশ।

- Advertisement -

Related Articles

Latest Articles