13.7 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

‘ঐশ্বরিয়া নিজের মেয়ে নয়, ওর মা…’ ভাইরাল জয়া বচ্চন

‘ঐশ্বরিয়া নিজের মেয়ে নয়, ওর মা…’ ভাইরাল জয়া বচ্চন - the Bengali Times
ঐশ্বরিয়া ও জয়া বচ্চন

বলিউড অভিনেত্রী ও রাজনীতিবিদ জয়া বচ্চনকে নিয়ে আলোচনার শেষ নেই। বলিপাড়ায় তার ‘ইমেজ’ নিয়ে নানা কথা। তিনি নাকি বদমেজাজি। এই মুহূর্তে বচ্চন পরিবার নিয়ে চলছে ভাঙনের গুঞ্জন।

অনেকদিন ধরেই রটনা ঐশ্বরিয়া ও অভিষেকের মধ্যে নাকি কিছুই ঠিক নেই। এর মাঝেই ভাইরাল হয়েছে এক ভিডিও। সেখানে ঐশ্বরিয়ার মায়ের প্রসঙ্গ টেনে যা বলেছিলেন জয়া তা শুনে রীতিমতো রেগে গেছে অ্যাশ-ভক্তরা। তাদের একটাই বক্তব্য, এমনটা বললেন কী করে?

- Advertisement -

দুই সন্তান শ্বেতা ও অভিষেকের ব্যাপারে বরাবরই কড়া জয়া। বাড়িতে কোন কাজ কীভাবে হবে সে সবই ঠিক করেন তিনি। বৌমা ঐশ্বরিয়ার ক্ষেত্রেও কি হিসাবটা একইরকম? প্রশ্ন করা হয়েছিল তাকে। জয়ার সাফ উত্তর, ‘না, আমি কড়া নই। ওর ক্ষেত্রে কড়া কেন হব? ও আমার বৌমা। নিজের মেয়ে নয়। আমি নিশ্চিত ওর মা ওই কাজ ভালোভাবেই করেছেন।’

জয়ার এই মন্তব্যের পর সমালোচনার ঝড় ওঠে। নেটিজেনদের অনুযোগ, ‘বৌমাকে নিজের মেয়ে ভাবতে পারেন না! এত বিদ্বেষ কেন?’ অবশ্য ঐশ্বরিয়ার সঙ্গে বিচ্ছেদের খবর যখন তুঙ্গে তখন এ নিয়ে কিছুদিন আগেই মুখ খোলেন অভিষেক। এক সাক্ষাৎকারে তিনি জানান, আদতে ঘর ভাঙছে না তাদের। তার দাবি যা রটেছে সে সবই রটনা।

- Advertisement -

Related Articles

Latest Articles