15.5 C
Toronto
শনিবার, মে ১৭, ২০২৫

মা হয়েছেন হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া সেই নারী

মা হয়েছেন হেলিকপ্টারে হাসপাতালে নেওয়া সেই নারী - the Bengali Times
সংগৃহীত ছবি

ফেনীর ফুলগাজী উপজেলার বাসিন্দারা ঘরছাড়া। কারণ আকস্মিক বন্যায় সবার বাড়িঘর পানির নিচে। তাই অন্যদের মতো প্রাণ বাঁচাতে আশ্রয়কেন্দ্রে যেতে হয়েছিলো মোসা. সুমি বেগমকে। অন্তঃসত্ত্বা এই নারী অসুস্থ হয়ে পড়লে শুক্রবার তাকে সেনাবাহিনীর হেলিকপ্টারে করে নেওয়া হয়েছিলো কুমিল্লা সিএমএইচে।

সেখানে তিনি ছেলে সন্তানের জন্ম দিয়েছেন সুমি বেগম। সেনাবাহিনীর পক্ষ থেকে শুক্রবার (২৩ আগস্ট) রাতে এই তথ্য জানানো হয়েছে।

- Advertisement -

এতে বলা হয়, ফেনীর ফুলগাজী থানার বাসিন্দা মোছাম্মৎ সুমি বেগমকে অন্তঃসত্ত্বাজনিত কারণে অসুস্থ হয়ে পড়ায় মুমূর্ষু অবস্থায় সেনাবাহিনীর হেলিকপ্টারের মাধ্যমে উদ্ধার করে কুমিল্লা সিএমএইচ এ প্রেরণ করা হয়েছিল।

পরবর্তীতে কুমিল্লা সিএমএইচের গাইনী বিভাগে তিনি পুত্র সন্তান প্রসব করেন।

বর্তমানে মা ও সন্তান দুজনেই সুস্থ রয়েছেন। দেশবাসীর কাছে সন্তানের মা নবজাতকের জন্য দোয়া প্রার্থনা করেছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles