17.1 C
Toronto
শনিবার, মে ১৭, ২০২৫

‘বাফুফের চার তলা যেন মেয়েদের বন্দিশালা!’

‘বাফুফের চার তলা যেন মেয়েদের বন্দিশালা!’ - the Bengali Times
ছবি সংগৃহীত

কাজী সালাউদ্দিনের নেতৃত্বাধীন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) বিরুদ্ধে ভয়ংকর অভিযোগ আনলেন বাংলাদেশ নারী ফুটবল দলের সাবেক অধিনায়ক ডালিয়া আক্তার। তিনি বাফুফে ভবনের চারতলায় আবাসিক ক্যাম্পে মেয়েদের নির্যাতনের অভিযোগ করেছেন! তার ভাষায়, বাফুফের চারতলা যেন ‘বন্দিশালা’।

আজ শনিবার বাফুফের ভবনের সামনে আজ সকালে এক বিক্ষোভ সমাবেশে ডালিয়া বলেন, ‘বাফুফে ভবনের চারতলায় মেয়েদের রাখা হয়েছে, এটা যেন বন্দিশালা। মেয়েরা কী খাচ্ছে, জানতে দেওয়া দেওয়া হয় না। মেয়েদের কথা বলতে দেওয়া হয় না। এই মেয়েরা একদিন এই ভবন থেকে বেরিয়ে হয়তো সত্যটা প্রকাশ করবে।’

- Advertisement -

দেশের পরিবর্তিত রাজনৈতিক প্রেক্ষাপটে বাফুফের অনেক কর্মকর্তাই আত্মগোপনে আছেন। এমতাবস্থায় কাজী সালাউদ্দিন আর নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণের পদত্যাগের দাবিতে নিয়মিতই সভা-সমাবেশ করছে বিভিন্ন সংগঠন। শনিবার একই দাবিতে দাবিতে ‘সাবেক/বর্তমান বাংলাদেশ মহিলা ফুটবল খেলোয়াড়-কর্মকর্তাবৃন্দ’–এর ব্যানারে সমাবেশ হয়েছে।

সেই সমবেশে ডালিয়া আরও বলেন, ‘বাফুফের ক্যাম্পে থাকা এরা ছোট ছোট মেয়ে। আওয়াজ তুলতে ভয় পায়। এক মেয়ে বলেছিল, বারবার কেন পাঙাশ মাছ খাওয়ানো হয়? এটা বলার কারণে ওকে শাস্তি দেওয়া হয়। দুঃখের বিষয়, বাংলাদেশ নারী ফুটবলের ভুল ইতিহাস দেওয়া হচ্ছে। কিন্তু সত্য ঢাকা যায় না। একদিন তা বেরিয়ে আসে।’

সিনসিনাটি ওপেন হেরে ব্যাট ভাঙলেন আলকারাজসিনসিনাটি ওপেন হেরে ব্যাট ভাঙলেন আলকারাজ
সালাউদ্দিন-কিরণের উদ্দেশ্যে ডালিয়া বলেন, ‘তারা বাফুফেতে একনায়কতন্ত্র কায়েম করেছে। পদ আঁকড়ে ধরে আছে। অবিলম্বে তাদের বিদায় নিতে হবে। এবার সময় এসেছে, যোগ্যদের সুযোগ দিতে হবে। মেয়েদের সব দলের সঙ্গে একজন ব্যক্তিকে (আমিরুল ইসলাম বাবু) বারবার ম্যানেজার করা হয়?’

- Advertisement -

Related Articles

Latest Articles