14.8 C
Toronto
শুক্রবার, মে ১৬, ২০২৫

পরিচালকের অফিসে যেতে কেন ভয় পাচ্ছেন শাম্মী

পরিচালকের অফিসে যেতে কেন ভয় পাচ্ছেন শাম্মী - the Bengali Times
অভিনেত্রী এলিনা শাম্মী

শিল্পী-কলাকুশলীদের পারিশ্রমিক আটকে রাখার অভিযোগ পাওয়া গেছে ঢালিউডের পরিচালক অনন্য মামুনের বিরুদ্ধে। শুধু তাই নয়, পারিশ্রমিক আটকে রাখার সুবিধা নিতে তিনি বেশিরভাগ শিল্পীর সঙ্গে কোনো চুক্তিও করেন না বলে জানিয়েছেন অভিযোগকারীরা। পারিশ্রমিক না মেটানোয় সম্প্রতি ফেসবুকে প্রতিবাদ করেছিলেন অভিনেত্রী এলিনা শাম্মী। এরপর টাকা বুঝে নিতে তাকে ডাকা হয় পরিচালকের অফিসে। এখন সেখানে যেতে ভয় পাচ্ছেন তিনি। কেন?

ঘটনার সূত্রপাত অন্য কোথাও। কিন্তু সেসব বিস্ফোরিত হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। নানা ইস্যুতে ফেসবুকে নীতিবাক্য পোস্ট করেছিলেন অনন্য মামুন। সেটা দেখে সহ্য করতে পারেননি এলিনা শাম্মী। তার মনে হয়েছে – শিল্পীসম্মানী আটকে রাখার মতো অনৈতিক কাজ যে করতে পারে, ফেসবুকে সে নীতিকথার ফুলকি ছড়াতে পারে না!

- Advertisement -

গত বুধবার রাতে নাম প্রকাশ না করে একজন নির্মাতার বিরুদ্ধে ফেসবুকে অভিযোগ করেন শাম্মী। তিনি লিখেছিলেন, ‘যে নির্মাতা সাবেক সরকারের আমলে দালালি, চাটুকারিতা, তোষামোদি করে টিকে থেকেছে, শিল্পীদের দিয়ে কাজ করিয়ে পারিশ্রমিক দেয়নি, তার মুখে নীতিবাক্য মানায় না।’ নাম উল্লেখ না করলেও নির্মাতাকে ‘চাটুকার’, ‘দালাল’ বলে ভর্ৎসনা করে তাকে সাবধান হওয়ার পরামর্শ দিয়েছিলেন এই অভিনেত্রী। ওই রাতেই অনন্য মামুন ফেসবুকে লেখেন, ‘একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। টিজারে নিজের মুখটা না দেখতে পারাই কি কষ্ট?’

দরদ সিনেমার শুটিং করতে ভারতে গিয়েছিলেন এলিনা শাম্মী। সেখানে ১৯ দিন শুটিং করার বিপরীতে পরিচালক তাকে পারিশ্রমিক হিসেবে দিয়েছেন মাত্র ১৬ হাজার টাকা। বাকি টাকা চাইলে নানান সমস্যার কথা বলে এড়িয়ে যাচ্ছেন বলে অভিযোগ করেছেন তিনি। শাম্মী বলেন, ‘এবারই প্রথম নয়, এর আগে “রেডিও” সিনেমাতেও তিনি আমাকে কোনো পারিশ্রমিক দেননি। কয়েক বছর আগে মুক্তি পাওয়া “কসাই” সিনেমার সব পারিশ্রমিক এখনও বুঝে পাইনি। আর শুধু আমিই নই, বহু শিল্পী ও কলাকুশলী তার কাছে টাকা পাবেন। টাকা নিয়ে তিনি এ রকম করবেন বলে বেশিরভাগ শিল্পীর সঙ্গে চুক্তিই করেন না।’

ফেসবুকে এসব নিয়ে লেখার পর শাম্মীকে নিয়েও পোস্ট দিয়েছেন মামুন। তিনি লিখেছেন, ‘টিজারে আমি নেই কেন? “দরদ”-এর পোস্টারে আমার ছবি নেই কেন? আমাকে কেন দুবাই-এর শোতে নিলেন না? সেই কেন-এর উত্তর আমার নেই বলেই আমি আজ খারাপ হয়ে গেলাম। আর যেহেতু টিজার পোস্টারে নেই, তাহলে জাতি কীভাবে জানবে উনি “দরদ” সিনেমায় অভিনয় করেছে? সেটার সহজ উপায় হলো অভিযোগ করা। আপনাকে আমি আমার সহকারি সঙ্গে কথা বলে অফিসে আসতে বলেছি ২০ তারিখে, আপনি সেটা করলেন না।’

পারিশ্রমিকের টাকা নিতে কেন অফিসে গেলেন না? এমন প্রশ্নে শাম্মী বলেন, ‘যে ঘটনা ঘটে গেল, এরপর তার অফিসে যাওয়াটা আমি নিরাপদ মনে করছি না। আমাকে কয়েকজন ফোন করে বলেছে, “কাজটা বোধহয় ঠিক করোনি, এখন তোমার বিরুদ্ধে কুৎসা রটানো হতে পারে।” আমি কুৎসার ভয় পাই না। আমি নিজের যোগ্যতায় কাজ পেয়েছি।’

- Advertisement -

Related Articles

Latest Articles