10.5 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

প্রেমিকের পর প্রেমিকার অলিম্পিক সোনা জয়

প্রেমিকের পর প্রেমিকার অলিম্পিক সোনা জয় - the Bengali Times
নেদারল্যান্ডসের থিস ফন ডাম এবং পিয়েন স্যান্ডার্স

একেই হয়তো বলে মণিকাঞ্চনযোগ। প্রেমিক- প্রেমিকা দুজনেই প্যারিস অলিম্পিক খেলতে এসেছেন ভিন্ন দুই ইভেন্টে। প্রেমিক ছেলেদের হকিতে সোনা জিতেছেন আর প্রেমিকা জিতলেন মেয়েদের হকিতে। তারা হলেন নেদারল্যান্ডসের থিস ফন ডাম এবং পিয়েন স্যান্ডার্স।

শনিবার প্যারিসে মেয়েদের হকির ফাইনালে পিছিয়ে পড়েও চীনকে পেনাল্টি শুটআউটে ৩–১ ব্যবধানে হারিয়েছে ডাচ মেয়েরা। নির্ধারিত সময়ে ম্যাচ ১–১ সমতায় ছিল। মেয়েদের হকিতে টানা দুইবারের চ্যাম্পিয়ন দলটি অলিম্পিকেও টানা দ্বিতীয়বারের মতো সোনা জিতল।

- Advertisement -

এর আগে গতকাল ছেলেদের ফাইনালেও জার্মানিকে পেনাল্টি শুটআউটে একই ব্যবধানে হারিয়েছে সোনা জিতেছে নেদারল্যান্ডস পুরুষ দল। অলিম্পিক ইতিহাসে প্রথম দেশ হিসেবে নারী ও পুরুষ উভয় ইভেন্টের হকিতে একই আসরে চ্যাম্পিয়ন হলো নেদারল্যান্ডস।

মজার ব্যাপার হলো, গতকাল শুক্রবার পুরুষ দলের হয়ে সোনা জেতেন থিস ফন ডাম। ২৪ ঘণ্টার পরেই সোনা জিতলেন ফন ডামের প্রেমিকা নারী দলের সদস্য পিয়েন স্যান্ডার্স। তারা দুজন প্রেমিক-প্রেমিকা। শুধু তাই নয়, দুজনেই পেনাল্টি শুটআউটে গোলও পেয়েছেন।

- Advertisement -

Related Articles

Latest Articles