8.8 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

ঢাকার রাস্তায় লাখো মানুষের ঢল

ঢাকার রাস্তায় লাখো মানুষের ঢল - the Bengali Times
সংগৃহিত ছবি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচিতে যোগ দিয়ে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে এসেছেন। রাজধানীর বিভিন্ন রাস্তায় মিছিল নিয়ে জড়ো হয়েছেন তারা।

এদিন রাজধানীর উত্তরা থেকে একটি মিছিল রাজধানীর দিকে আসছে বলে খবর পাওয়া গেছে। মিরপুর ১০ নম্বর গোলচত্বরে থেকে হাজার হাজার মানুষ যোগ দিয়ে ফার্মগেটের দিকে এগিয়ে আসছে। দুপুর পৌনে ২টার দিকে হাজার হাজার আন্দোলনকারী আগারগাঁওয়ে মেট্রোরেল স্টেশনের নিচে অবস্থান করছিল। যতদূর চোখ যায় শুধু মানুষ আর মানুষ।

- Advertisement -

এর আগে সকালে যাত্রাবাড়ী, কেন্দ্রীয় শহীদ মিনার, বাড্ডা, উত্তরা মিরপুরসহ বিভিন্ন জায়গায় বিক্ষোভের খবর পাওয়া যায়। পরে বেলা দেড়টার দিক থেকে মানুষ রাস্তায় নেমে আসতে শুরু করে।

রাজধানীর উত্তরা থেকে বনানী অভিমুখে এগিয়ে আসছে আন্দোলনকারীদের একটি দল। তাদের মধ্যে শিক্ষার্থী-অভিভাবক ছাড়াও স্থানীয় মানুষ রয়েছে ওই দলে। তারা খণ্ড খণ্ড মিছিল নিয়ে এগিয়ে যাচ্ছেন। বিক্ষোভকারীরা বেলা দেড়টার দিকে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পার হয়ে সামনের দিকে যাচ্ছেন।

এদিন দুপুর দুইটার দিকে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হয়েছে। সরকারি একটি সংস্থার নির্দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু করা হয় বলে জানা গেছে। এর কিছু সময় পর মোবাইল ইন্টারনেট চালু হয়েছে।

 

- Advertisement -

Related Articles

Latest Articles