20.2 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

বাংলাদেশে ভ্রমণ না করতে ভারতীয়দের কঠোর নির্দেশনা

বাংলাদেশে ভ্রমণ না করতে ভারতীয়দের কঠোর নির্দেশনা - the Bengali Times
ছবি সংগৃহীত

বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে নিজ নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করতে কঠোর নির্দেশনা দিয়েছে ভারত। রোববার (৪ আগস্ট) মধ্যরাতে দেশটির পররাষ্ট মন্ত্রণালয় একটি নির্দেশনা জারি করে। যেসব ভারতীয় এখন বাংলাদেশে অবস্থান করছেন তাদের চলাচল সীমিত এবং নিরাপদে থাকারও নির্দেশনা দেওয়া হয়েছে এই নির্দেশনায়।

এতে বলা হয়েছে, “সাম্প্রতিক ঘটনার প্রেক্ষিতে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত ভারতীয় নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ না করতে কঠোরভাবে নির্দেশনা দেওয়া হচ্ছে। যেসব ভারতীয় বাংলাদেশে অবস্থান করছেন তাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং চলাচল সীমাবদ্ধ করার জন্য বলা হচ্ছে এবং জরুরি ফোন নাম্বারের মাধ্যমে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশনের সঙ্গে যোগাযোগ রাখার জন্য বলা হচ্ছে।

- Advertisement -

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া তাদের প্রতিবেদনে বলেছে, ঢাকা থেকে খবর আসছে— নিরাপত্তা বাহিনী এবং সরকার বিরোধী বিক্ষোভকারীদের মধ্যে দেশটির বিভিন্ন অঞ্চলে তীব্র সংঘর্ষে অন্তত ৯০ জনের মৃত্যু হয়েছে। যার মধ্যে ১৪ পুলিশ সদস্যও রয়েছেন।

প্রায় দুই মাস আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন শুরু হয়। পরবর্তীতে পুলিশের সঙ্গে সংঘর্ষে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মৃত্যুর পর আন্দোলন অন্যদিকে মোড় নেয়। যা শেষ পর্যন্ত সরকার পতনের আন্দোলনে রূপ নিয়েছে। আজ সোমবার ঢাকায় লং মার্চের কর্মসূচি দেওয়া হয়েছে। ঢাকার বাইরেও যারা আছেন তাদের রাজধানী ঢাকায় এসে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে জড়ো হতে বলা হয়েছে। ঢাকায় লং মার্চ কর্মসূচিকে কেন্দ্র করে জনমনে ব্যাপক শঙ্কা ও ভীতির সৃষ্টি হয়েছে। আজ সোমবার কী হয় এ নিয়ে সবাই বেশ উদ্বিগ্ন।

- Advertisement -

Related Articles

Latest Articles