9.2 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

শিল্পী সংঘের নীরব অবস্থান, স্বেচ্ছায় অব্যাহতি নিলেন মম

শিল্পী সংঘের নীরব অবস্থান, স্বেচ্ছায় অব্যাহতি নিলেন মম - the Bengali Times
জাকিয়া বারী মম

চলমান কোটা সংস্কার আন্দোলন ঘিরে পুরো দেশ এখন উত্তাল। এ আন্দোলনে শুরু থেকেই শিক্ষার্থীদের পক্ষে সরব থেকেছেন জনপ্রিয় অভিনেত্রী জাকিয়া বারী মম। কিন্তু ছোট পর্দার অভিনয় শিল্পীদের সংগঠন ‘অভিনয় শিল্পী সংঘ’ বর্তমান ইস্যুতে নীরব অবস্থানে থাকায় কমিটিটি থেকে স্বেচ্ছায় অব্যাহতি নেন এই অভিনেত্রী।

জাকিয়া বারী মম বর্তমান কমিটির কার্য নির্বাহী সদস্য। রবিবার রাতে এক ফেসবুক স্ট্যাটাসে কমিটিটি থেকে নিজের অব্যাহতি নেওয়া প্রসঙ্গে জানান।

- Advertisement -

এক ফেসবুক পোস্টে তিনি লিখেন, ইক্যুইটি মানে ন্যায়, ন্যায়বিচার। ন্যায়ের কথা বলে চলমান পরিস্থিতিতে ন্যায়ের সঙ্গে প্রকাশ্যে আপোষ মেনে নেয়া ব্যক্তিগতভাবে আমার পক্ষে সম্ভব হচ্ছে না। কারণ শিল্পী হিসেবে আমি আমার দায়বদ্ধতার জায়গায় দায়বদ্ধ। সেই দায়বদ্ধতা থেকে আমি ‘অভিনয় শিল্পী সংঘ’ থেকে অব্যাহতি গ্রহণ করলাম।

তিনি আরও লিখেন, অভিনেতা-অভিনেত্রীদের প্রাণের এই সংগঠন দেশ তথা জাতীয় বিষয়ে লোক দেখানো অভিনয় না করে বিবেক এবং চেতনা বোধ জাগ্রত করে মাথা সমুন্নত রেখে এগিয়ে যাক সেই আশাবাদ ব্যক্ত করছি।

- Advertisement -

Related Articles

Latest Articles