13 C
Toronto
রবিবার, মে ৪, ২০২৫

পররাষ্ট্রনীতি আমাকে যেন না শেখাতে আসে : মমতা

পররাষ্ট্রনীতি আমাকে যেন না শেখাতে আসে : মমতা - the Bengali Times
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মন্তব্য করে ভারতের কেন্দ্রীয় সরকারের কড়া সমালোচনার মুখে পড়েছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার তিনি কেন্দ্রীয় সরকারকে পাল্টা আক্রমণ করেছেন। মমতা বলেন, তাঁকে যেন কেউ পররাষ্ট্রনীতি শেখাতে না আসে; তিনি অনেকের চেয়ে ভালো জানেন।

বাংলাদেশে সহিংসতার জেরে কেউ পশ্চিমবঙ্গের দরজায় এলে তিনি ফিরিয়ে দেবেন না– এমন মন্তব্যের জেরে ভারতের কেন্দ্রীয় সরকার তাঁকে কঠোর ভাষায় সতর্ক করে।

- Advertisement -

শনিবার নয়াদিল্লিতে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে শুক্রবার কলকাতা থেকে দিল্লিতে রওনা হন মমতা। বিকেলের দিকে পৌঁছান দিল্লির বঙ্গভবনে। সেখানে দলীয় সংসদ সদস্যদের নিয়ে বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

এ সময় কেন্দ্রীয় সরকারের সমালোচনার জবাবে মমতা বলেন,

যুক্তরাষ্ট্রীয় কাঠামো আমি খুব ভালো জানি। সাতবারের সংসদ সদস্য, দু’বারের কেন্দ্রীয় মন্ত্রী ছিলাম। পররাষ্ট্রনীতি অন্য যে কারও চেয়ে ভালো জানি। তাদের আমাকে শেখানো উচিত নয়। বরং পরিবর্তিত ব্যবস্থা থেকে তাদের শেখা উচিত।

- Advertisement -

Related Articles

Latest Articles