6.9 C
Toronto
শনিবার, মে ৩, ২০২৫

মাঝরাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক

মাঝরাতে বোরকা পরে পালিয়েছেন ইডেন ছাত্রলীগ সভাপতি-সম্পাদক - the Bengali Times
ইডেন মহিলা কলেজ ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা ছবি সংগৃহীত

মাঝরাতে বোরকা পরে আবাসিক হল থেকে পালিয়েছেন রাজধানীর ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা ও সাধারণ সম্পাদক রাজিয়া সুলতানা। ঢাবির কয়েকটি হল থেকে ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়ার খবর পেয়ে নিজেদের নিরাপত্তার কথা ভেবেই চলে যান তারা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (১৬ জুলাই) দিনগত রাত ৩টার দিকে তামান্না জেসমিন রিভা ও রাজিয়া সুলতানা পালিয়ে যান। এদিন রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল থেকে ছাত্রলীগের সভাপতি আতিকা বিনতে হোসাইনসহ ৯ ছাত্রলীগ নেত্রীকে হল থেকে বের করে দেয় শিক্ষার্থীরা। একই সময়ে অন্য হলগুলো থেকেও ছাত্রলীগ নেত্রীদের বের করে দেওয়া হয়।

- Advertisement -

এ বিষয়ে জানতে চাইলে ইডেন কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি তামান্না জেসমিন রিভা গণমাধ্যমকে বলেন, ‘খুব ঝামেলায় আছি। এসব নিয়ে পরে কথা বলবো।’ তবে ভোর হওয়ার আগেই ছাত্রলীগ সভাপতি-সেক্রেটারি ছাড়াও প্রায় সব নেতাকর্মী হল থেকে সরে যান বলে জানা গেছে।

সকাল ৯টার দিকে খোঁজ নিয়ে জানা যায়, ইডেনে সভাপতি-সম্পাদকসহ অন্য নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করেছেন আন্দোলনকারীরা।

 

- Advertisement -

Related Articles

Latest Articles