14.8 C
Toronto
শুক্রবার, মে ১৬, ২০২৫

৩০ বছর আগে মৃত্যু মেয়ের, পাত্রের খোঁজে বিজ্ঞাপন দিল পরিবার

৩০ বছর আগে মৃত্যু মেয়ের, পাত্রের খোঁজে বিজ্ঞাপন দিল পরিবার - the Bengali Times
প্রতীকী ছবি

৩০ বছর আগে মারা যাওয়া মেয়ের জন্য পাত্র খুঁজছে পরিবার। পাত্র চেয়ে পত্রিকায় বিজ্ঞাপনও দিয়েছে তারা।ভারতের কর্নাটকে ঘটেছে ব্যতিক্রমী এই ঘটনা।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রদেশের দক্ষিণ কন্নড় জেলার পুত্তুরের এই ঘটনা স্থানীয়দের কাছে অস্বাভাবিক নয়। এটা সেই অঞ্চলের বাসিন্দাদের ধর্মীয় রীতি।

- Advertisement -

এই প্রথাকে স্থানীয়রা বলে থাকেন ‘কুলে মাদিমে’ অথবা ‘প্রেত মাদুভে’৷ সপ্তাহ খানেক আগে সংবাদপত্রে ব্যতিক্রমী বিজ্ঞাপনটি প্রকাশিত হয়। যেখানে বর্ণ, গোত্রের উল্লেখ করে মৃতা মেয়ের জন্য পাত্রের আত্মার খোঁজ করা হয়েছে। এমন পাত্রের দাবি করা হয়, যিনিও ৩০ বছর আগে মারা গেছেন।

বিজ্ঞাপনে বলা হয়, কুনাল বর্ণ ও বাঙ্গেরা গোত্রের এক মেয়ের জন্য পাত্র খুঁজটি। মেয়েটি ৩০ বছর আগে মারা গেছে। যদি একই গোত্রের কোনো পাত্র থাকে যে ৩০ বছর আগে মারা গেছে এবং প্রেতা মাদিবু করতে চান তবে যোগাযোগ করুন।

- Advertisement -

Related Articles

Latest Articles