
বলিউডের বরেণ্য তারকা অমিতাভ বচ্চন। এই বয়সেও তাকে দেখে মুগ্ধ হন ভক্তরা। শুধু ভক্তরা নন, সেই তালিকায় রয়েছেন হালের এক জনপ্রিয় তারকাও। তিনি রণবীর সিং।
শুট, বুট, টাই, ঘন কালো চুল। চোখে কালো চশমা। অমিতাভ বচ্চন যেন কয়েক দশক আগের ‘অ্যাংরি ইয়ং ম্যান’। সম্প্রতি বিগ বি-র ইনস্টাগ্রামে ফুটে ওঠে তার এক টুকরো অতীত। সেই ছবি দিয়ে তিনি লিখলেন, ‘কোথায় গেল সেই দিনগুলো!’
শাহেনশার প্রতি নিজের মুগ্ধতা প্রকাশ করে এবার আলোচনায় এলেন রণবীর সিং। অমিতাভের সেই ছবির নিচে লিখলেন, ‘সব চেয়ে কাঙ্ক্ষিত পুরুষ’।
এই প্রথম নয়, এর আগেও বহুবার অমিতাভের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন রণবীর। প্রিয় অভিনেতার প্রতি ভালবাসা প্রকাশ করতে তিনি পিছপা হন না কখনোই।
আপাতত ‘কৌন বনেগা ক্রোড়পতি’-র ১৩তম সিজন নিয়ে ব্যস্ত অমিতাভ। অন্যদিকে স্ত্রী দীপিকা পাডুকোনের সঙ্গে অবসর কাটাচ্ছেন রণবীর।