14.2 C
Toronto
মঙ্গলবার, মে ১৩, ২০২৫

চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে যুবকের নাচ

চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে যুবকের নাচ - the Bengali Times
চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে যুবকের নাচানাচি

অফিসে কাজের পরিবশে ভাল ছিল না। কাজ করতে খারাপ লাগতো। তাই চাকরি ছেড়ে দিয়ে ঢোল বাজিয়ে অফিসের নিচে বসের সামনে নাচানাচি ও আনন্দ উল্লাস কলেন যুবক। ঘটনাটি ঘটেছে ভারতের পুনেতে। অনিকেত নামের ওই যুবক বিক্রয় সহযোগী হিসেবে চাকরি করতেন। তার নাচের সেই দৃশ্য ভিডিও করে অনলাইনে ছড়িয়ে দিয়েছেন তারই বন্ধু অনীশ ভগত। খবর এনডিটিভির।

ভগত দাবি করেছেন অনিকেতের অফিসের কর্মপরিবেশ খুব ‘বিষাক্ত‘ ছিল। যে কারণে তিনি তার তিন বছরের চাকরিটা ছেড়ে দিয়েছেন।

- Advertisement -

ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে অনিকেত বলেছেন, বসের কাছে তার কোনো সম্মান ছিল না। চাকরিও ছাড়তে পারছিলেন না, কারণ- তিনি মধ্যবিত্ত পরিবারের সন্তান।

অনিকেতের চাকরি ছাড়াকে স্মরণীয় করে রাখতে বন্ধু ভগত তার অফিসের বাইরে বন্ধুদের নিয়ে একটি ‘সারপ্রাইজ পার্টি’র আয়োজন করেন। তারা ঢোল নিয়ে আসে এবং অনিকেতের অফিসের ম্যানেজারের বের হওয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। যখন ম্যানেজার বের হয়, তখন অনিকেত হাত নেড়ে ‘সরি স্যার, বাই-বাই’ বলেন। এরপর তিনি ঢোলের তালে বসের সামনে নাচতে থাকেন। এমন কাণ্ডে ম্যানেজারের মুখেও বিরক্তির ছাপ দেয়া যায়। এ সময় তিনি ক্যামেরায় ছবি তোলা ও ভিডিও বন্ধ করার চেষ্টাও করেন।

- Advertisement -

Related Articles

Latest Articles