16.1 C
Toronto
শুক্রবার, মে ২, ২০২৫

বিয়েতে আসা ফটোগ্রাফারের সঙ্গে পালাল বরের বোন!

বিয়েতে আসা ফটোগ্রাফারের সঙ্গে পালাল বরের বোন! - the Bengali Times
প্রতীকী ছবি

ভাইয়ের বিয়ের অনুষ্ঠানের মুহূর্ত ফ্রেমবন্দি করতে এক ফটোগ্রাফারকে ঠিক করা হয়েছিল। আর সেই ফটোগ্রাফারের সঙ্গেই বিয়ের অনুষ্ঠান থেকে পালাল বরের বোন। ঘটনাটি ভারতের বিহারের মুজফফরপুর জেলার।

বিহার পুলিশ জানায়, গত ৬ মার্চ মুজফফরপুরের চাঁদওয়ারাঘাট দামোদরপুর গ্রাম থেকে নিখোঁজ হয় বরের বোন। নাবালিকা মেয়েকে খুঁজে না পেয়ে পুলিশের দ্বারস্থ হয় তার পিতা। তার দাবি, মেয়ের সন্ধানে ওই ফটোগ্রাফারের বাড়িতে গিয়েছিলেন। তবে সে সময় ওই ব্যক্তি বাড়িতে ছিলেন না। তারা এ বিষয়ে কিছু জানে না বলে উল্লেখ করে।

- Advertisement -

এ ঘটনায় তদন্ত শুরু করেছে বিহার পুলিশ। ওই ফটোগ্রাফারের মোবাইল ফোন ট্র্যাক করে দুজনকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

- Advertisement -

Related Articles

Latest Articles