13.2 C
Toronto
শনিবার, মে ১০, ২০২৫

যে কারণে ডাক্তার-ব্যাংকারসহ ১৮ নারীকে বিয়ে করেন সুভাষ

যে কারণে ডাক্তার-ব্যাংকারসহ ১৮ নারীকে বিয়ে করেন সুভাষ - the Bengali Times
প্রতীকী ছবি

ভারতের উরিষ্যার কেন্দ্রাপাড়া জেলার বাসিন্দা সুরেন্দ্র সোয়াইন ওরফে সুভাষ। তিনি মাত্র দশম শ্রেণি পর্যন্ত পড়ালেখা করেন।

সুভাষ ভারতের ১০টি রাজ্যে ১৮টি বিয়ে করেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে ১৪টি। সুভাষের মোবাইলে ওয়াইফ টিচার, ওয়াইফ বেঙ্গালুরু নামে নাম্বার সেভ করা আছে। তিনি মূলত যৌতুকের টাকার জন্য বিভিন্ন জায়গায় বিয়ে করতেন।

- Advertisement -

টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে সুভাষের বর্তমান বয়স ৬৬ বছর। তিনি ডাক্তার, ব্যাংকারসহ একের পর এক বিয়ে করেন।

২০১৮ সালের জানুয়ারিতে দিল্লির এক নারীকে ফোন করেন সুভাষ। তিনি নিজেকে কেন্দ্রীয় সরকারের ব্যক্তিগত চিকিৎসক বলে পরিচয় দেন।

এরপর দিল্লিতে কমল নামে এক নারীকে বিয়ে করেন সুভাষ। নতুন বউয়ের কাছে অনেক টাকা নেন তিনি। কিছু দিন পর চলে যান দিল্লি। সুভাষ নারী পুলিশকেও বিয়ের প্রস্তাব দেন।

সুভাষ মধ্যপ্রদেশের এক নারীকে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেপুটি ডিরেক্টর জেনারেল বলে পরিচয় দেন। ওই নারীকে মন্দিরে নিয়ে বিয়ে করে ভুবনেশ্বরে নিয়ে যান।

এরপর শান্তি বলে এক নারীকে বিয়ে করেন সুভাষ। শান্তিকে মাসে ৯ হাজার টাকা করে দেওয়ার প্রস্তাব দেন। কিন্তু শান্তি মধ্যপ্রদেশের ওই নারীকে সব জানিয়ে দিলে তার সব কুকীর্তি ফাঁস হয়ে যায়। পুলিশ তার কাছে ১৩টি ক্রেডিট কার্ড পায়।

- Advertisement -

Related Articles

Latest Articles