14.7 C
Toronto
সোমবার, মে ৫, ২০২৫

প্রেমের বিয়ে সামলে রাখার ৫ টিপস

প্রেমের বিয়ে সামলে রাখার ৫ টিপস - the Bengali Times
প্রতীকী ছবি

ভালোবাসা থাকলে জীবনে সৌন্দর্য থাকে। কিন্তু এই ভালোবাসার সংসারে যদি ঢুকে যায় অশান্তি? তাহলে জীবন এলোমেলো হতে কতক্ষণ? নিয়মিত ঝগড়া প্রেমের বিয়েতে এখন সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সাধারণত দেখা যায়- বছর না ঘুরতেই এর সূত্রপাত হয়। দুজন দুজনের চোখের বিষ হয়ে ওঠেন। এর ফলে সংসার টিকিয়ে রাখা কঠিন হয়ে উঠছে। অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, এটা খুবই স্বাভাবিক ব্যাপার। তবে কিছু নিয়ম মেনে চললে সামলে রাখা যায় সম্পর্ক ও সংসার।

১. একঘেয়ে রুটিন থেকে নিজেদের সরিয়ে নিন। চেষ্টা করুন জীবনে রোমাঞ্চ ফেরাতে। পারলে কোথাও গিয়ে ঘুরে আসুন। কিংবা আলাদা ট্রিপে বা বন্ধুদের সঙ্গেও ঘুরতে যেতে পারেন।

- Advertisement -

২. কোনো বিষয় নিয়ে যদি মতপার্থক্য থাকে, তাহলে একজন চুপ থাকুন। প্রয়োজনে বিতর্ক এড়িয়ে যান।

৩. মন খুলে কথা বলুন, কান খুলে কথা শুনুন। আগে থেকেই আন্দাজ করে নেবেন না। দেখবেন এতে ঝগড়া কম হবে।

৪. নিজেদের সম্পর্কের মধ্য়ে তৃতীয় ব্যক্তিকে আসতে দেবেন না। নিজেদের সমস্যা নিজেরাই মিটিয়ে নিন।

৫. দুজনের মধ্যে নিশ্চয়ই ভালোবাসা রয়েছে। তা খুঁজে বের করুন। প্রয়োজনে এমন কিছু কাজ করুন, যা আপনাদের দুজনেরই ভালো লাগবে।

- Advertisement -

Related Articles

Latest Articles