
উরফি জাভেদকে নিয়ে নিত্য-নতুন চর্চা লেগেই রয়েছে৷ শরীর নিয়ে এতটা সাহসীকতার পরিচয় তিনি ছাড়া আর কেউ দেন কিনা তা জানা নেই অনেকেরই৷ তবে এবার বড় বিপাকে পড়লেন ফ্যাশনিস্তা৷
সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করে সকলকে চমকে দিয়েছেন উরফি৷ তিনি জানিয়েছেন, চোখে আই ফিলার করিয়েছেন কিন্তু তা একদমই ঠিক হয়নি৷ যার কারণে একদমই মন ভাল নেই৷
নো মেক আপ লুকে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করতেই সকলে চমকে উঠেছেন৷ নিজের ছবির সঙ্গে বর্তমান অবস্থার কথাও জানিয়েছেন উরফি জাভেদ৷ ফ্যাশনিস্তার মুখের এই বিশ্রী অবস্থা দেখে রীতিমতো হতবাক হয়েছেন অনুরাগীরা৷
উরফি জানিয়েছেন, চোখের তলার কালি নিয়ে এতটাই ট্রল হতাম যে বাধ্য হয়ে আই ফিলার করাতে যাই৷ সেটা করানোর পর চোখের অবস্থা আরও খারাপ হয়ে গেছে৷ চোখের নীচে অসমান হয়ে গেছে৷ মেকআপ করেও এটা আর ঠিক হবে না৷ কেন এমন করলাম নিজের সঙ্গে৷
উরফির এই নো মেক আপ লুক দেখে রীতিমতো আঁতকে উঠেছেন ভক্তরা৷ ফ্যাশনিস্তাকে দেখেই ধেয়ে এসেছে কটাক্ষ৷ কেউ আবার ট্রল করে বলেছেন পুরো ভূতের মতো লাগছে৷ উরফি নিজেও এই মুখ দেখাতে চাইছেন না ভক্তদের৷